• শনিবার , ৯ নভেম্বর ২০২৪

ঢাকা খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল-বুধবার ভোর ছয়টা থেকে


প্রকাশিত: ৭:০৬ পিএম, ২০ জানুয়ারী ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

 

বিশেষ প্রতিবেদক.ঢাকা: অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ -দলীয় জোট। কাল বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ৬ টা banglanews24.comপর্যন্ত এই হরতাল চলবে। তবে খুলনা বিভাগের কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় বুধবার সকাল ৬ টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল পালনের আহ্বান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল আহ্বান করেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সারা দেশে যৌথ বাহিনী অভিযানের নামে ছাত্রদলসহ দলের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। কয়েক দিনে ছাত্রদলের কয়েকজনকে নেতা-কর্মীকে হত্যাও করা হয়েছে। এর প্রতিবাদ এবং গ্রেপ্তার দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।