• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

‘ড. ইউনূস গ্রামীণের নামে যেসব কর সুবিধা নিয়েছেন তা অবৈধ’


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২৬ জানুয়ারী ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

স্টাফ রিপোর্টার  :  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘গ্রামীণের যতো প্রতিষ্ঠান আছে সব mmপ্রতিষ্ঠানের অনুকূলে ড. মুহাম্মদ ইউনূস যে কর সুবিধা নিয়েছেন তা অবৈধ। বিষয়গুলো তদন্তাধীন। বৃহস্পতিবার বেলা ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

এসময় বেসিসের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে আইটি খাতে রফতানির সম্ভাব্যতা বিষয়ে মতবিনিময় করেন। তারা অর্থমন্ত্রীর কাছে সফটওয়্যার রফতানির জন্য ক্যাশ ইনসেনটিভের (নগদ সহায়তা) সুবিধা চেয়েছেন। তারা জানান এই খাতে নগদ সহায়তা পেলে রফতানি বাণিজ্যে আরও সফলতা আসবে।

সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব নজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিসের পক্ষে সভায় উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মোস্তফা জব্বার, সাবেক সভাপতি শামীম আহসান প্রমুখ।