ডিজেলের দাম বেড়েছে-সারাদেশে সব পরিবহন বন্ধ শুক্রবার
বিশেষ প্রতিনিধি : এবার ডিজেলের দাম বাড়ায় সারাদেশে সব ধরনের পরিবহন বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিকরা। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে, ট্রাক, ট্যাংক লরিসহ অন্যান্য পরিবহন। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি।
এদিকে ডিজেলের দাম বাড়ায় লঞ্চ ভাড়া বাড়বে কিনা, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই শীর্ষ নেতা।
চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেছেন, বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। ৮০ টাকা করে ডিজেল ও তেল কিনে গাড়ি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। কাল থেকে আমাদের তেল নেয়া বন্ধ হয়ে গেছে। আজকে অনেক গাড়ির মালিক রাস্তায় গাড়ি নামাননি। এত বাড়তি দামে কিনে গণপরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি। তিনি বলেন, হঠাৎ ডিজেলের এ দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। তাই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আজই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর হতে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির সভায় সব মালিক বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমিতি ধর্মঘটের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
এ সম্পর্কে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতুল্লাহ বলেন, ধর্মঘটের কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো মালিক বাস না চালালে তাকে বাধ্য করা হবে না। আবার কেউ চালালে তাকে বাধা দেওয়া হবে না। তবে তেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয় না করা পর্যন্ত বেশির ভাগ মালিক বৈঠকে বাস চালাবেন না বলে জানিয়েছেন।
এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান ট্যাংকার লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, ডিজেলের দাম না কমা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলবে না। আজ বৃহস্পতিবার হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বেড়ে যাওয়ায় তেলের দাম ও ভাড়ার সমন্বয় দাবিতে শুক্রবার থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতির ডাক দেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।