• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

ডাচবাংলার ৪ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় লাখ টাকা জালিয়াতির অভিযোগ


প্রকাশিত: ৫:১৭ পিএম, ২৯ মার্চ ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

1কোর্ট রিপোর্টার  :   ডাচবাংলার ৪ কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছেন এক আইজীবী।

তিনি আজ আদালতে বলেছেন, এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে ৯৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ।

এ  অভিযোগে তিনি ডাচবাংলা ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা দায়ের করেছেন আদালতে।

লিখিত আরজিতে তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসি তাবরিজসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন মাসুদ আহমেদ নামের ওই এই আইনজীবী।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আর্জি জানান তিনি। মহানগর হাকিম ওয়াজ কুরুনী খান চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

মামলার আবেদনে নাম আসা অপর তিনজন হলেন- ডাচবাংলা ব্যাংকের দনিয়া শাখার জাহাঙ্গীর মোল্লা, কার্ড ডিভিশনের প্রধান ইকবাল হোসেন ও সিনিয়র অফিসার ফাহিম ফিরোজ সুমন।অ্যাডভোকেট মাসুদের অভিযোগ, ২০১৩ সালে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে তার ৯৩ হাজার টাকা সরিয়ে নেয়া হয়েছে।