• শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪

জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে ১৪ দেশের পুলিশ প্রধানদের সম্মেলন কাল


প্রকাশিত: ৩:৪৫ পিএম, ১১ মার্চ ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৭ বার

বিশেষ প্রতিনিধি  :  রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ প্রধানদের সম্মেলন। ১৪ দেশের পুলিশ প্রধান ও igp--www.jatirkhantha.com.bd.পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ৮টি ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হবে সম্মেলনে। বাংলাদেশ এই প্রথম এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এই সম্মেলনের আলোচনায় মূলত জঙ্গিবাদ দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ, সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য আদান প্রদান ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে।

সম্মেলন শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের কর্মপন্থা নির্ধারণ করে ‘যৌথ ঘোষণা’ স্বাক্ষর করা হবে।এছাড়াও উপস্থিত থাকবে ইন্টারপোল, ফেসবুক, আইজিসিআই, এফবিআই, আসিয়ানাপোল ও আইসিআইটিএপি’র প্রতিনিধিরা।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম। সম্মেলনে মোট ৫৮ জন বিদেশি অতিথি যোগ দেবেন।

সম্মেলনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, সম্মেলনে বর্তমান সময়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রতিবেশী দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের সমন্বয়, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত প্রয়োজন। এ ধরনের আন্তঃদেশীয় অপরাধ দমনেই সম্মেলনটির আয়োজন করা হয়েছে।

১২ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়ে সম্মেলন চলবে ১৪ মার্চ পর্যন্ত। রোববার এই সম্মেলনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Recent Posts