• শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগ নেতার ঘুষ কেলেংকারি-নেতা বললেন ভাই ধারের টাকা


প্রকাশিত: ৪:২২ পিএম, ৬ জুন ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৫৪ বার

পটুয়াখালী থেকে পবিপ্রবি প্রতিনিধি  :  পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিমনের ঠিকাদার থেকে ঘুষ নেয়ার shabiprobi shatroleager rimon-www.jatirkhantha.com.bd.4ভিডিও ফাঁস নিয়ে তোলপাড় চলছে। তবে ছাত্রলীগ নেতা ঘুষ নেয়ার বিষয় অস্বীকার করে ধারের টাকা নিয়েছেন বলে জানান। অভিযোগ করা হয়েছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন এক ঠিকাদারের কাছ থেকে ঘুষ গ্রহণের করেন। ওই ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় শুরু হয়।

shabiprobi shatroleager rimon-www.jatirkhantha.com.bd.3পবিপ্রবির প্রশাসনিক ভবনের একটি কক্ষে সিসি ক্যামেরায় ধারণ হওয়া ভিডিওতে ঠিকাদারের কাছ থেকে এক হাজার টাকার দুটি বান্ডেল গ্রহণ করতে দেখা গেছে। এই ঘুষ কেলেঙ্কারিতে চরম ইমেজ সংকটে পড়েছে পবিপ্রবি ছাত্রলীগ।

এদিকে পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞানের মাস্টার্স কোর্সে অধ্যয়নরত আল আমিন হোসেন নামে এক শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার অভিযোগে রিমনসহ আরো ১২ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে গত ৩০ মে পটুয়াখলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর পিতা মো. আব্দুল আজিজ শিকদার।shabiprobi shatroleager rimon-www.jatirkhantha.com.bd.2

ফাঁস হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, পবিপ্রবির প্রশাসনিক ভবনের একটি কক্ষে রিমন (চেক টি-শার্ট) আগে থেকে চেয়ারে বসে ছিল। এরপর ওই কক্ষে দুমকির জলিসা এলাকার বাসিন্দা ঠিকাদার জব্বার শরীফ (সাদা পাঞ্জাবী পরা) প্রবেশ করেন। ঠিকাদার জব্বারের প্রবেশের পর রিমন নিজে উঠে গিয়ে কক্ষের দরজা লাগিয়ে দিয়ে চেয়ারে এসে বসেন।

দুই জনের কথোপকথনের একপর্যায়ে ঠিকাদার জব্বার তার ডান পাশের পকেট থেকে টাকার একটি বান্ডেল রিমনের সামনে টেবিলের ওপর রাখে। এতে রিমন সন্তুষ্ট না হওয়ায় রিমনের দাবি মত ঠিকাদার জব্বার তার বাম পকেট থেকে আরো একটি টাকার বান্ডেল টেবিলে রাখলে রিমন ওই দুই বান্ডেল টাকা হাতে নেয়। পরে টাকাগুলো নিজ হাতে তার জিন্সের প্যান্টের বাম পাশের পকেটে রাখেন।shabiprobi shatroleager rimon-Gus landen-www.jatirkhantha.com.bd

এদিকে ঘুষ গ্রহণের বিষয় অস্বীকার করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন অনলাইন দৈনিক জাতিরকন্ঠ কে বলেন, জব্বার শরীফ আমার কাছে এক লাখ টাকা ধার নিয়েছিল সেই টাকা ফেরত দিয়েছে। তবে রিমন ৫০ হাজার টাকার দুটি বান্ডিল নিয়েছেন বলে দাবি করেন।

ওদিকে প্রকাশিত ভিডিও ফুটেজের ব্যাপারে ঠিকাদার মো. জব্বার শরীফ এর সঙ্গে অনলাইন দৈনিক জাতিরকন্ঠ থেকে যোগাযোগ করা হলে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন কে ঘুষ প্রদানের কথা অস্বীকার করেন। তিনি বলেন, আমি রিমনের কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়েছিলাম।সেই টাকা ফেরত দিয়েছি। shabiprobi shatroleager rimon-www.jatirkhantha.com.bd.5

বান্ডিল কয়টা দিয়েছিলেন বলা হলে জব্বার শরীফ বলেন একটি। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে জব্বার শরীফ রিমনকে দুটি বান্ডিল দিচ্ছেন। এ সম্পর্কে জব্বার শরীফ বলেন, ভাই বেশ কিছু দিন আগের ঘটনাে তা মনে করতে পারছিনা?

সূত্র জানায়, সম্প্রতি ওপেন টেন্ডারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র ক্রয়ের একটি কাজ পান জব্বার শরীফ। ইউরো এন্টারপ্রাইজের অনুকূলে পাওয়া কাজটিতে বরাদ্দ ছিল এক কোটি ৫৫ লাখ টাকা। ওয়ার্ক অর্ডারের পর তিনি কাজ শুরু করলে ছাত্রলীগ নেতাকর্মীরা কাজ বন্ধ করে দেন। তবে জব্বার শরীফ এ ঘটনা অস্বীকার করেছেন।shabiprobi shatroleager rimon-www.jatirkhantha.com.bd

তবে এই ভিডিও ফুটেজের যিনি মূল রক্ষক সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রকৌশলী ইউনূস শরীফের এর সঙ্গে কথা বলা হলে তিনি ফোন ধরে একটু পরে ফোন দিবেন বলে জানান। এরপর ঘন্টা পেরিয়ে গেলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এরফলে ভিডিও ফুটেজের কথোপকথন এর আসল রহস্যটুকু উদ্ধার করা যায়নি।