• মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় ২০ কোটি টাকার সাপের বিষ আটক


প্রকাশিত: ২:০৪ পিএম, ২ আগস্ট ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৫ বার

snake position-www.jatirkhantha.com.bdচুয়াডাঙ্গা প্রতিনিধি :   চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মদনা গ্রামের একটি বাঁশ বাগান থেকে ২০ কোটি ৯৩ লক্ষ টাকার সাপের বিষ আটক করেছে বিজিবি। বুধবার সকাল ৮টার দিsnake position-www.jatirkhantha.com.bd.3কে চার বোতল বিষ আটক করা হয়।
চুয়াডাঙ্গা বিজিজি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মেজর লুৎফুল কবির জানান, আজ বুধবার সকালে সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী মদনা গ্রামের মাঠের ভিতরের একটি বাঁশ বাগান থেকে ৪টি কাচের বোতল সীলগালা অবস্থায় এ সাপের বিষ আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি টাকা।