• সোমবার , ১৭ মার্চ ২০২৫

চরমোনাই পীরের অবরোধ বিরোধী মানববন্ধন


প্রকাশিত: ১১:৫২ এএম, ৫ ফেব্রুয়ারি ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৮৩ বার

pir-saheb-chormonaiস্টাফ রিপোর্টার.ঢাকা:  ‘সাংঘাত নয় শান্তি চাই’, ‘শান্তিকামী জনতা গড়ে তোলো’ একতা ইত্যাদি নান রকম সেøাগান লেখা ব্যানার নিয়ে চরমোনাই পীর রেজাউল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করছে। সকাল ১১ থেকে ১২ পর্যন্ত গাবতলী থেকে যাত্রীবাড়ি পর্যন্ত এই মানববন্ধন চলবে।

মানববন্ধনকারীরা জানান, অবরোধের নামে চলমান নাশকতার বিরুদ্ধে জনমনে শান্তি ও শস্তি ফিরিয়ে আনা ও চলমান রাজনৈতিক সহিংসতা নিরসনের লক্ষ্যে চরমোনাইয়ে পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন সংগঠনটি মানববন্ধন কর্মসুচি পালন করছে।