• শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪

‘গ্রামে গ্রামে অর্থ দিয়ে ধর্ম ব্যবসায়ীরা মানুষ কিনছে’


প্রকাশিত: ৫:০৭ পিএম, ১৪ এপ্রিল ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭২ বার

 

স্টাফ রিপোর্টার  :   ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন বলেছেন, আবারও স্বাধীনতার সংগ্রাম করতে Sangida-www.jatirkhantha.com.bdহবে। রমনার বটমূলে শুক্রবার সকালে ১৪২৪ সালকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে সংস্কৃতি নিয়ে নতুন এ স্বাধীনতার সংগ্রামের জন্য দেশবাসীকে আহ্ববান জানান তিনি। পরম আনন্দের দিনে সব পর্যায়েয়ের সংস্কৃতিকর্মীদের কাছে যাওয়ারও আহ্ববান জানিয়েছেন এ গুণী শিল্পী।গ্রামে গ্রামে অর্থ দিয়ে ধর্ম ব্যবসায়ীরা মানুষ কিনছে এমন বিপদের কথা উল্লেখ করে সনজীদা খাতুন সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে যেতে হবে।

কথা দিয়ে মানুষ কেনা যায় না। আমাদের অর্থ নেই। তাই গান কবিতা নাটকের মাধ্যমে মানুষকে কাছে টানতে হবে। সাধারণ মানুষের কাছে না পৌঁছালে দেশ আলোকিত করা সম্ভব হবে না।’
‘১৯৬১ থেকে ৬৭ হয়ে এ পর্যন্ত সংস্কৃতি গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের মানুষের কাছে যাব মিছিল কিংবা স্লোগান নিয়ে নয়, নানাভাবে সাংস্কৃতিক মাত্রা নিয়ে’ বলেন ড. সনজীদা খাতুন।

দেশের তরুণদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আজ ইন্টারনেটের প্রতি ঝুঁকছে। তাই সংস্কৃতিকর্মীদের অর্জনগুলো ইন্টারনেটে দিতে হবে। তাহলে তরুণরা আমাদের সংস্কৃতি দেখতে পারবে। তারাও জানতে পারবে, বলতে পারবে আমাদের কিছু রয়েছে। বক্তব্যের শেষে সনজীদা খাতুন সবার প্রতি আহ্ববান জানিয়ে বলেন, ‘নতুন স্বাধীনতার সংগ্রামে মিলিত হই সবাই। সেই সংগ্রাম হবে মানুষের সাথে মিলবার সংগ্রাম। আসুন একই দেশের মানুষের জন্য। সত্যিকারের কিছু করার জন্য।’