কানাডা ভারত ফেরত দেবে পিকে হালদারের পাচার করা টাকা
বিশেষ প্রতিনিধি : বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে শুক্রবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় পিকে হালদারের বিষয়ে জানতে চাইলে পিকে হালদারের টাকা পাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যেটি প্রমাণ করা যায় না। সেটি কীভাবে ফেরত আনা যাবে। অনেকে বলে সুইজারল্যান্ডে ব্যাংকে টাকা আছে। কিন্তু কোনো প্রমাণ নেই। একটি ভালো দিক আছে। পৃথিবী এখন একীভূত হচ্ছে। মন্দকাজগুলো দূরে রাখার চেষ্টা করছে।
তিনি বলেন, পিকে হালদার ভালো অবস্থায় নেই। ভারত সরকার স্বীকার করেছে পিকে হালদারের পাচারকৃত টাকা ফেরত দেবে এবং পিকে হালদারকেও ফেরত দেবে। কানাডার সরকারও স্বীকার করেছে পিকে হালদারের টাকা ফেরত দেবে।