এসকেসিনহার থলে ৪ কোটি অবৈধ টাকা!
বিশেষ প্রতিনিধি : এসকেসিনহার থলের বেড়াল বেরুচ্ছে এবার! সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যাংক হিসাব তদন্তে নেমে দুর্নীতি দমন কমিশন অবৈধ চার কোটি টাকার সন্ধান পেয়েছে।তদন্তের অংশ হিসেবে এ ব্যাপারে দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। দুদক সূত্র জাতিরকন্ঠকে জানায়, মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা নামের দুই ব্যবসায়ীকে তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
৬ই মে সকাল নয়টায় তাদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নিয়েছেন ওই ব্যবসায়ীরা। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ (এসকে সিনহা) ব্যাংক হিসাবে জমা দেয়া হয়। গত বছরের ১০ই নভেম্বর সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
পরে তিনি কানাডা চলে যান। এর আগে এক মাসের ছুটির আবেদন রেখে তিনি বিদেশ যান। তখন সরকারের তরফে বলা হচ্ছিল চিকিৎসার জন্য ছুটি নিয়ে তিনি বিদেশ যাচ্ছেন। তবে বিদেশ যাওয়ার আগে তিনি জানিয়ে যান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর সরকারি দলের সমালোচনার মুখে পড়েন এসকে সিনহা। তার তুমুল সমালোচনা হয় জাতীয় সংসদে।