• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

এশিয়া কাপ ফাইনাল-৫ ওভার খেলা-রাত ১০টার পর


প্রকাশিত: ৭:৪১ পিএম, ৬ মার্চ ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩০৬ বার

মিরপুর স্টেডিয়াম থেকে এস রহমান/সাইফুল বারী মাসুম:   এশিয়া কাপ ফাইনাল-খেলা রাত ১০টার পর হতে পারে। এখন সন্ধ্যা সাড়ে ৭টায় mash-dhoni-2-www.jatirkhantha.com.bdবৃষ্ঠি কমেছে। দর্শকরা ভিজে একাকার। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এখনও কানায় কানায় পূর্ণ।

মাঠের বেশিরভাগ অংশে ছাউনি নেই। ফলে মাঠে আসা দর্শকদের অনেকেই ভিজে গেছেন। মাঠের বড় পর্দায় একটি অংশ ঝড়ে ভেঙে গেছে
৫ ওভার করেও খেলা না হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে

বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে। তবে ঝোড়ো বাতাসে কাভার ঠিক রাখা যায়নি। ফলে উইকেটও ভিজে গেছে। এটাই এখনকার বড় ভাবনা। আপাতত একটাই সুখবর, বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়েছে।

মাঠ কাভারে ঢাকা। এখানে ওখানে জমে আছে পানি। ঠিক সময়ে খেলা শুরু হবে কি না, তা নিয়ে আছে সংশয়। তবে খেলা হতে হবে আজই। ৫ ওভার করে হলেও খেলা হতে হবে। ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়নি।

প্লেয়িং কন্ডিশন অনুযায়ী শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে খেলা হলেও হতে হবে অন্তত ৫ ওভারের ম্যাচ। সে ক্ষেত্রে খেলা শুরুর জন্য সর্বোচ্চ অপেক্ষা করা হবে রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত। ১০ মিনিটের ইনিংস বিরতিসহ খেলা শেষ হওয়ার নির্ধারিত সময় রাত ১০টা ৪০ মিনিট। জরুরি পরিস্থিতিতে আম্পায়াররা সেটা সর্বোচ্চ এক ঘণ্টা বাড়াতে পারবেন।

সে হিসাবে খেলা শেষ করতে হবে রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে। আর যদি বৃষ্টির কারণে শেষ পর্যন্ত একটি বলও না গড়ায়, ম্যাচ হয়ে যাবে পরিত্যক্ত। দুই ফাইনালিস্ট বাংলাদেশ-ভারতকে তখন যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
তাতে এশিয়া কাপের আনুষ্ঠানিক সমাপ্তি হয়তো হবে, কিন্তু ফাইনালের রোমাঞ্চ দেখা থেকে বঞ্চিত হবে দর্শক।