• মঙ্গলবার , ১৭ জুন ২০২৫

এবার বজ্রাপুরে জঙ্গি আস্তানা-অভিযানে নিহত ২


প্রকাশিত: ১১:০৩ এএম, ৭ মে ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সন্দেহভাজন জঙ্গিদের এক আস্তানা ঘিরে পুলিশের zbঅভিযানের মধ্যে দুইজন নিহত হয়েছেন। জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলা পুলিশ ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা শনিবার রাতে উপজেলার বজ্রাপুর গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে।

রোববার ভোরে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা সেখানে অভিযান শুরু করে। গোলাগুলির মধ্যে বাড়ির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়।অন্তত দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযান এখনও চলছে।এর আগে এপ্রিলের তৃতীয় সপ্তাহে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আব্দুল্লাহ নামে ধর্মান্তরিত এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।

দুই দিনের অভিযান শেষে ওই জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি।ওই অভিযানের এক সপ্তাহের মাথায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আরেক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়।

সেখানে সোয়াটের ‘অপারেশন ঈগল হান্ট’ শেষে গত ২৭ এপ্রিল চারজনের লাশ পাওয়া যায়, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে নিহত হন বলে পুলিশের ভাষ্য।