• বুধবার , ৩০ এপ্রিল ২০২৫

‘এজেন্টদের বের করে দেওয়া হয়েছে’


প্রকাশিত: ১:৫৮ পিএম, ২৬ জুন ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ হাসান সরকারের

স্টাফ রিপোর্টার :  গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে ১০ কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। এ ছাড়া পোলিং এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।আজ মঙ্গলবার (২৬ জুন) সকালে নিজ বাসভবন সংলগ্ন ৫৪ ওয়ার্ডের আউচপাড়ায় বছির উদ্দিন উদয়ন একাডেমি ভোট কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের এমন অভিযোগ করেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রতিষ্ঠাকালের দিক থেকে কনিষ্ঠতম এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এই সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন গাজীপুর নগরবাসী।

ভোট শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই সকাল ৮টা ১২ মিনিটের দিকে নিজ বাসভবন সংলগ্ন ৫৪ ওয়ার্ডের আউচপাড়ায় বছির উদ্দিন উদয়ন একাডেমী ভোট কেন্দ্রে যান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। পরে ৮টা ২৪ মিনিটে তিনি ভোট প্রয়োগ করেন।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে বিএনপি মনোনিত এই মেয়র প্রার্থী বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। শেষ পর্যন্ত লড়ে যাব।এসময় তিনি অভিযোগ করে বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গে ১০টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে।বেশ কয়েকজন এজেন্টকে আটক করে সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। তবে তাদের কোথায় নেয়া হয়েছে সেটা তিনি জানেন না। এসব অভিযোগের ব্যাপারে রির্টানিং অফিসারকে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের এমন অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম । তিনি বলেন, তারা শুরু থেকেই মিথ্যাচার করছেন। কোথাও কোনো বাধা দেয়া হচ্ছে না। ভোটাররা নিজ দায়িত্বে ভোট দিতে আসছেন। গাজীপুরের মানুষ তাদের সন্তান হিসেবে, সেবক হিসেবে আমাকে ভোট দিয়ে জয়ী করবেন।

এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের দিন থেকেই কেন্দ্রগুলোতে মোতায়েন আছে। গাজীপুর পুলিশ জানিয়েছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রায় ১২ হাজার র‌্যাব, পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর সিটি নির্বাচনের রিটানিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, ইতোমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তাই ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন ও সংরক্ষিত ১৯ মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪জন এবং ১টি মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। সর্বমোট ৩৪৫জন প্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। নির্বাচনের কয়েকদিন আগে সীমানা সংক্রান্ত জটিলতায় হাইকোর্টে রিট হলে আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তীতে দুই মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ও জাহাঙ্গীর আলম এবং নির্বাচন কমিশন এ রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ নির্বাচনের স্থগিতাদেশ তুলে দেন।

ফলে নির্বাচন কমিশন ২৬ জুন নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করে।গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন, নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।