• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

এখনো জঙ্গি নির্মূল হয়নি তবে ওরা কোণঠাসা হয়ে পড়েছে-আইজিপি


প্রকাশিত: ৭:৩২ পিএম, ৯ মার্চ ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫০ বার

স্টাফ রিপোর্টার  :  পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক বলেন, বাংলাদেশে এখনো জঙ্গি নির্মূল igp-www.jatirkhantha.com.bdহয়নি। তাদের দোসর ও সহযোগীরা আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্প্রতি গোয়েন্দাদের অধিক নজরদারির কারণে তারা কোণঠাসা হয়ে পড়েছে।

৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেড কোয়ার্টার্সের কনফারেন্স হলে আগামী ১২ থেকে ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী দক্ষিণ এশিয়া ও পার্শ্ববর্তী দেশসমূহের পুলিশ প্রধানদের সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা বলেন।এ সম্মেলনে অংশ নিবেন ১৪টি দেশের ৫৮ জন পুলিশ কর্মকর্তারা।

আইজিপি বলেন, সাড়াদেশে জঙ্গি অভিযান চলছে এবং চলবেও। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে একত্রে কাজ করতে হবে।

দেশের কারাগারগুলোতে বসে জঙ্গিরা নানা পরিকল্পণা করছে এমন অপতৎপরতা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে আইজি বলেন, কারাগারে বসে জঙ্গিরা তাদের কার্যক্রম অব্যাহত রাখছে এরকম একটি খবর প্রকাশ হয়েছে যা আংশিক সত্য। এ ব্যাপারে কারা পুলিশ কাজ করছে। তবে বাংলাদেশ পুলিশ এ নিয়ে এখনই কোনো পদক্ষেপ হাতে নেয়নি।

বাংলাদেশের পক্ষ থেকে কেন এ ধরণের সম্মেলনের আয়োজন করা হয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ সফলতা রেখেছে। জঙ্গিবাদ দমনের এ সফলতার কারণে দেশ বিদেশ হতে বাংলাদেশ পুলিশ প্রশংসা পেয়েছে। তাই কি ভাবে কাজ করলে সব দেশেই জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব সে কারণেই এই সম্মেলনের ডাক দেয়া হয়েছে।

সম্প্রতি প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনা ও পূর্বে ত্রিশালে হামলা করে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জঙ্গিদের এসব অপতৎপরতা প্রতিরোধে সামনে কি পদক্ষেপ নেবেন জানতে চাইলে তিনি বলেন, গ্রামের মধ্যেও গোয়েন্দারা কাজ করছে। প্রত্যেক জেলায় কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন করে কর্মকর্তা দেওয়া হয়েছে। ফলে প্রিজন ভ্যানে হামলার খবর গোয়েন্দারা আগেই জেনে যায়। এ ধরণের ঘটনা প্রতিরোধে আরো শক্ত ভূমিকা পালন করা হবে।