• মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫

উন্নত বাংলাদেশ গড়তে ‘এখনই প্রস্তুতি’


প্রকাশিত: ১:৪৬ পিএম, ২৪ মার্চ ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৫১ বার

বিশেষ প্রতিনিধি :  উন্নত বাংলাদেশ গড়তে ‘এখনই প্রস্তুতি’ নিতে হবে বলে জানিয়েছেন দেশের বিশিষ্ঠ ব্যক্তিরা। তাঁরা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে যে 71-round-table-www.jatirkhantha.com.bdচ্যালেঞ্জগুলো সামনে আসবে তা মোকাবেলায় এখনই প্রস্তুতি নিতে হবে বলে পরামর্শ দেয়া হয়েছে একটি আলোচনা অনুষ্ঠান থেকে।দেশের নেতৃতস্থানীয় অর্থনীতিবিদ, ব্যবসায়ী, রাজনীতির নীতি-নির্ধারক, সাংবাদিকরা ঢাকার গুলশানের আমারি হোটেলের এই আলোচনায় অংশ নেন।স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের পর ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে ‘উন্নয়নশীল বাংলাদেশ: চ্যালেঞ্জসমূহ’ শিরোনামে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে একাত্তর টেলিভিশন। বিশ্ব ব্যাংক নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে তোলার পর জাতিসংঘের মাপকাঠিতেও উত্তরণ ঘটছে বাংলাদেশের।

১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্ত বাংলাদেশ মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক (ইভিআই) এই তিন শর্ত পূরণ করে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যাচ্ছে। আগামী বছরগুলোতে পর্যবেক্ষণে থাকার পর অবস্থা অপরিবর্তিত থাকলে ২০২৪ সালে উন্নয়নশীল দেশের তালিকায় নাম উঠবে বাংলাদেশের।স্বল্পোন্নত দেশ হলে বিভিন্ন সংস্থার সহজ শর্তে ঋণ এবং রপ্তানি পণ্যে বিশেষ সুবিধা আর থাকবে না।সভায় আলোচকরা বলেন, তবে বিনিয়োগ বাড়ানোসহ নানাভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ রয়েছে।

আলোচনার শুরুতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এখন থেকেই সেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।তিনি বলেন, এথন সময় সামনের সময়ের প্রস্তুতি নেওয়ার।বিনিয়োগ বাড়াতে সরকারি সেবা আরও সহজ করার পরামর্শ দেন তিনি। আমলাতান্ত্রিক অদক্ষতা দূর করতে সংস্কার চালানোর উপরও জোর দেন তিনি। তিনি বলেন, সেবা দেওয়ার চেয়ে তারা কর্তৃত্ব করতে বেশি পছন্দ করেন। এই অবস্থাটা বদলাতে হবে।

গত এক দশক ধরে উন্নয়নের ধারাবাহিকতায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ থাকলেও রাজনৈতিক কলহ না থাকলে তা দুই অঙ্কে কোঠায় নেওয়া যেত বলে মন্তব্য করেন তৌফিক খালিদী।প্রবৃদ্ধিকে চাইলে আমরা দুই অঙ্কে নিতে পারি। আমরা যদি আমাদের মধ্যে কলহ না করতাম, যার যেটা ভূমিকা পালন করতাম, তাহলে প্রবৃদ্ধির হার বেশি হতে পারত।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশীদ অর্থনীতির এই অগযাত্রার কৃতিত্ব বর্তমান আওয়ামী লীগ সরকারকে দেন।এই দশকজুড়ে যারা সরকার পরিচালনা করছেন, তারা এই অগ্রগতির কৃতিত্ব দাবি করতেই পারেন বলে মন্তব্য করেন তৌফিক খালিদী।তিনি বলেন, যারা ক্ষমতায় আছে, তারা যদি এই কৃতিত্ব নিতে চায়, তাহলে তাদের বাধা দিতে কেউ পারবে না।