• মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫

আগুন সন্ত্রাসে খালেদার জামিন স্থগিত


প্রকাশিত: ১২:২৮ পিএম, ৩১ মে ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭০ বার

 

কোর্ট রিপোর্টার :  কুমিল্লায় আগুন সন্ত্রাস নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া khalada jia-www.jatirkhantha.com.bdজামিন স্থগিত থাকছে। একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষককে নিয়মিত লিভ টু আপিল দাখিল করতে বলা হয়েছে।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়। ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরদিন আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে দেয়। আজ শুনানি শেষে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখে লিভ টু আপিল দায়ের করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয়।
khaleda-zia
২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। সেসব ঘটনায় দু’টি মামলা করা হয়।জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে।