• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

আইনমন্ত্রী বলেছেন-মানেন আর না মানেন-এই ইসির অধীনেই নির্বাচন


প্রকাশিত: ৬:০৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  নির্বাচন কমিশন (ইসি) আইন ও সংবিধানের মাধ্যমে গঠন করা হয়েছে aaaবলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ইসি গঠনের বিষয়ে বিএনপির কাছ থেকে শিখতে হবে না বলেও জানান মন্ত্রী। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবন্ধীদের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘বিএনপি আজ শেখাতে এসেছে কেমন করে নির্বাচন কমিশন করতে হয়। নির্বাচন কমিশন করা হয়েছে আইনের মাধ্যমে, নির্বাচন কমিশন করা হয়েছে সংগঠনের মাধ্যমে, এই নির্বাচন কমিশন থাকবে।’অনুষ্ঠানে আইনমন্ত্রী আরো বলেন, ‘আপনারা (বিএনপি) মানেন আর নাই মানেন, এই নির্বাচন কমিশনের অধীনেই দেশের পরবর্তী সব নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক ও জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।এর আগে আইনমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন এবং ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।