• বুধবার , ১৩ নভেম্বর ২০২৪

অভিজাত এলাকায় এক ট্যাক্সি চালককে দুই তরুণীর ধর্ষণের চেষ্টা


প্রকাশিত: ১০:০০ পিএম, ১৬ জুলাই ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

Delhi-gang-rape-www.jatirkhantha.com.bdএবিপি নিউজ:  এক ট্যাক্সি চালককে ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য তরুনীটি পলাতক রয়েছে। ভারতের রাজধানী নয়া দিল্লির অভিজাত এলাকা সফদরজঙ্গ এনক্লেভ এলাকায় এই ঘটনা ঘটেছে।

ট্যাক্সি চালকের অভিযোগ, দুই তরুণী তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। শুধু তাই নয়, অভিযুক্ত দুই তরুণী আমার জামাকাপড় খুলে অশ্লীল এমএমএসও বানিয়েছে।তাঁর অভিযোগ,মঙ্গলবার রাতে ইগ্নু রোডে রেনু লালওয়ানি নামের এক মহিলা সফদরজঙ্গ এনক্লেভে যাওয়ার জন্য ট্যাক্সিতে উঠেছিলেন।

রাস্তায় এক জায়গায় কিছু কেনাকাটার জন্য ৩০০ টাকা ধার নেন ওই তরুনী। বলেন, বাড়িতে গিয়ে ওই টাকা দিয়ে দেবেন। টাকা ফেরত নিতে একটি বাড়িতে গেলে ওই ট্রাক্সি চালককে ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়।

পরে ওই সময় আরও এক তরুণী চলে আসেন। তিনি বিদেশিনী। তাঁরা দুজনে মদ্যপান শুরু করেন। ওই অটো চালককেও মদ্যপান করতে বলেন। কিন্তু তিনি অস্বীকার করেন। ঘরে বন্ধ করে অটো চালকের সঙ্গে দুই তরুণী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। তাঁর সমস্ত টাকাপয়সাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

দুই তরুণী ট্যাক্সি চালকের জামাকাপড় খুলে নিয়ে ভিডিও তোলেন। ট্যাক্সি চালকের অভিযোগ, দুই তরুণী তাঁকে ধর্ষণের চেষ্টাও করেন। অত্যাচার থেকে বাঁচতে ওই অটো ড্রাইভার বাড়ির জানালা থেকে লাফ দেন। নিচে পড়ে তাঁর পা ভেঙে যায়।

এরপর তিনি ১০০ নম্বরে ফোন করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ রেনু নামের ওই মহিলাকে গ্রেফতার করে। তবে বিদেশিনী তরুণী ফেরার।