অবশেষে হাসান সরকারের নয়া-চাল
স্টাফ রিপোর্টার : সকাল থেকে বেশ কয়েকজন বিএনপি সমর্থক ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচন হবে না। তবে নির্বাচনে আছি, শেষ পর্যন্ত থাকব।কারচুপি নয়, জনরায় মেনে নেব।মঙ্গলবার টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড -বশির উদ্দিন একাডেমিতে সকাল সাড়ে ৮ টায় ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি সুষ্ঠু ভোট হলে নির্বাচনে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটির ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। তা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন ভোটার ভোট দিয়ে একজন মেয়র, ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য কাউন্সিলর নির্বাচিত করবেন।
এদিকে-দুপুর ১টায়-
নির্বাচন কমিশনের কাছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।মঙ্গলবার দুপুর ১টার দিকে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘সকাল থেকে এ পর্যন্ত শতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সীল মারা হয়েছে। তাই নির্বাচন বন্ধ করতে হবে।
এ ব্যাপারে নির্বাচন কমিশনে আমি এখনই লিখিত অাবেদন করব।’তাহলে নির্বাচন বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, নির্বাচন বর্জন করব না। তবে নির্বাচন কমিশনকে বলছি তারা যেন নির্বাচন বন্ধ করেন। নইলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।’