• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

অবশেষে ইতিহাস গড়ল মেসি


প্রকাশিত: ৬:২৮ পিএম, ১১ জুলাই ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

বিশেষ প্রতিনিধি/স্পোর্টস রিপোর্টার : কোপা আমেরিকায় অবশেষে ইতিহাস গড়ল মেসি। গোলমুখে এসে ইতিহাসের সেরা গোল দিতে না পারলেও শিরোপা জিতেছে মেসি ও মেসির দল আর্জেন্টিনা। নিজের ৫ম ফাইনালে এসে অবশেষে অধরা ট্রফিটা ছুঁতে পারলেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। এর আগে অসংখ্যবার হেরেছেন। দেশের হয়ে গেল দেড়যুগে কম চেষ্টা তো করেননি! অবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে জিতলেন নিজের ১ম ট্রফি। আর্জেন্টাইন সুপারস্টার মেসি এখন সর্বকালের সেরা ফুটবলার।

প্রথমার্ধ্বেই লিড নেয় আর্জেন্টিনা। দি পলের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন দি মারিয়া। ওই এক গোলই আর্জেন্টিনাকে এনে দিয়েছে ২৮ বছর পর একটি শিরোপা জয়ের সুযোগ। পুরো আসরটা মাতিয়ে রেখেছিলেন মেসি। দেশের জন্য একটা ট্রফি জিততে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে নেমেছিলেন এবার। আসরের একেবারে শুরু থেকেই নায়কের বেশে ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকা।
চিলির বিপক্ষে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোলে আসরে যাত্রা শুরু। বলিভিয়ার বিপক্ষে জোড়া গোলে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আরো একটি ফ্রি কিক গোল দিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা’ও হলেন মেসি।

এবার সতীর্থদের দিয়ে গোল করাতেও সবার আগে মেসির নাম এসেছে। ৫টি অ্যাসিস্ট করে টুর্নামেন্টে সেরা। পুরো আসরে আর্জেন্টিনার করা ১২ গোলের ৯টিতেই সরাসরি অবদান রেখেছেন বিশ্বসেরা এই ফুটবলার।আসরের সেরা ফুটবলার, সেরা গোলদাতা আর সঙ্গে বহু সাধনার একটা ট্রফি। লিওনেল মেসি নিজের সাধ মিটিয়ে
ভক্তদেরও আশা পূরণ করলেন।