• শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪

অতিউৎসাহী পুলিশের কর্মকান্ডে সরকার বিব্রত!সিদ্দিকুরের জন্যে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৪:৪৪ পিএম, ২৪ জুলাই ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৭৩ বার

বিশেষ প্রতিনিধি :  অতি উৎসাহী কিছু পুলিশের কর্মকান্ড সরকারকে বিব্রত করছে। সিদ্দিকুরের জন্যে উদ্বিগ্ন স্বয়ং প্রধানমন্ত্রী। Siddiqur-www.jatirkhantha.com.bdতিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্ন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সিদ্দিকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের একথা জানান।

প্রশ্ন উঠেছে কেন এমন হচ্ছে? সামান্য বিষয়ে ছড়িয়ে পড়ছে আন্দোলন। ব্যাহত হচ্ছে সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং ইমেজ। সামনে নির্বাচন এসময় সরকারকে এভাবে তুচ্ছ ঘটনায় বিব্রত হতে হলে পরিস্থিতি  যে ভাল হবেনা এটা বলাই বাহুল্য।

দেশের বিশিষ্ঠ ব্যাক্তিরা বলছেন, পরীক্ষার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেন। পুলিশ ওই দিন ওভাবে মারমুখী না হয়ে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে-সুজিয়ে পরিস্থিতি ট্যাকল দিতে পারত! কিন্তু ওই দিন পুলিশ তা করেনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার (সিদ্দিকুর রহমান) বিষয়ে প্রধানমন্ত্রী খুবই উদ্বিগ্ন।’ তিনি বলেন, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে বিদেশে নেওয়া হবে।

এছাড়া টিয়ার সেল কীভাবে সিদ্দিকুরের চোখে আঘাত করলো তা খতিয়ে দেখা হবে বলেও জানান মন্ত্রী। পরীক্ষার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে বিক্ষোভ করেন। তাদের অবস্থানের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণ দেখিয়ে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ছোড়ে। পুলিশের টিয়ার শেলের আঘাত লাগে সিদ্দিকুরের দুই চোখে।

তবে একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের একজন সদস্য দৌড়ে এসে খুব কাছ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ছেন। তার পরপরই মাটিতে পড়ে যান সিদ্দিকুর। রাস্তার ওই স্থানটি রক্তে লাল হয়ে যায়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

জানা গেছে, তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর স্নাতক শেষে সরকারি চাকরির জন্য বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শাহবাগে অবস্থান নিয়েছিলেন সিদ্দিকুর।

Recent Posts