• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

ডাক্তাররা কমিশন না খেলে ৪০% চিকিৎসা ব্যয় কমবে-ড. প্রাণ গোপাল


প্রকাশিত: ১০:৫১ পিএম, ৫ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৭৬ বার

মেডিকেল রিপোর্টার : দেশের স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত বলেছেন, চিকিৎসকরা যদি ক্লিনিক-12ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেয়া বন্ধ করেন তাহলে রোগীদের চিকিৎসা ব্যয়ের ৪০ শতাংশ কমে আসবে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ভিসি বলেন, কমিশন বিজনেসের জন্য চিকিৎসকদের সম্মানে অবনমণ ঘটেছে। চিকিৎসকদের উচিত হবে কমিশন গ্রহণের মতো ‘ম্যালপ্র্যাকটিস’ থেকে বেরিয়ে আসা। তাহলে চিকিৎসকরা হারানো সম্মান পুনরায় ফিরে পাবেন।

বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে ড. প্রাণ গোপাল দত্ত জানান, পৃথিবীর সব দেশেই চিকিৎসকদের সর্বোচ্চ সম্মানের আসনে বসানো হয়। কিন্তু রাজনৈতিক-অর্থনৈতিক কারণে বাংলাদেশে চিকিৎসকরা ততটা সম্মান পান না। এখানকার রোগীদের প্রত্যাশা চিকিৎসকদের কাছে অসীম। তবুও নীতি নৈতিকতা মেনে রোগীদের সঙ্গে পেশাদারি সম্পর্ক গড়ে তোলারও আহ্বান জানান এই বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ।  সেমিনারে আরও বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাসুম হাবীব।