• শনিবার , ১৯ এপ্রিল ২০২৫

ক্যাপিটাল গেজেটে হামলায় নিহত:৫


প্রকাশিত: ১১:৩২ এএম, ২৯ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

 

 

স্টাফ রিপোর্টার :  যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি পত্রিকা অফিস ভবনে বন্দুকধারীর হামলায় কমপক্ষে newspaper-attack.www.jatirkhantha.com.bdপাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত হিসেবে উল্লেখ করেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মেরিল্যান্ডর ‘ক্যাপিটাল গেজেট’ নামের পত্রিকা অফিসে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

newspaper-attack.www.jatirkhantha.com.bd.11হামলার সময়ে সেখানে থাকা পত্রিকাটির অপরাধ বিষয়ক রিপোর্টার ফিল ডেভিস টুইটারে লিখেছেন, কাঁচের দরজার ভিতর দিয়ে বন্দুকধারীরা বেশ কয়েকজন কর্মীর ওপর গুলিবর্ষণ শুরু করে।প্রেসিডেন্ট ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন, গোলাগুলির ঘটনা সম্পর্কে তাকে জানানো হয়েছে।