• সোমবার , ২৯ এপ্রিল ২০২৪

স্বাধীনতা আমার স্বাধীনতা -মলি ইসলাম


প্রকাশিত: ২:৪৯ এএম, ২৬ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৪৫ বার

BGDIndependenceDayDesign

স্বাধীনতা আমার স্বাধীনতা
-মলি ইসলাম

mmm
স্বাধীনতার মাস মার্চ এলো,
একদিকে  আনন্দ, অন্যদিকে বেদনাবোধ  নিয়ে
,বর্বর হানাদারের কথা স্বরণ করিয়ে দিল,
স্বাধীনতার মাস মার্চ এলো।।
শত শহীদের রক্তের বিনিময়ে
শত মা বোনের ত্যাগের বিনিময়ে
আমরা পেয়েছি স্বাধীন এ দেশ।
দিয়েছে শহীদরা আমাদের।পতাকা
একটি স্বাধীন দেশ দিয়ে গেল
স্বাধীনতার  মাস মার্চ এলো।।
আজ বিজয়ের এতো বছর পরে ও মনে হয়-
এ দেশটা  মানচিএ  পেলো ঠিকই, কিন্তু,
হানাদারের কিছু দল এখনও  আছে  লুকিয়ে
এ দেশের  আনাচে কানাচে
পথে প্রান্তরে আছে ওরা  সংগোপনে।
তাদের শিকড় এখন ও আছে এদেশটায়।
এখনও আমার মা, আমার বোন
ঘর থেকে একলা বের হতে ভয় পায়,
যে কোন সময় এই হায়নারা
তাদের করে নাজেহাল,
এখনও আমরা এই হায়নাদের ভয়ে
হই দিশেহারা বেসামাল।।
কারন, এখন ও ঐ হায়নারা
পথরোধ করে তাদের
প্রতিবাদ করলে গর্জে ওঠে তেড়ে আসে
ঠিক সেই ৭১ এর মতোই।
স্বাধীনতার এতো বছর পরেও আমরা
এখন ও পুরোপুরি স্বাধীন হতে পারিনি,
মুক্ত হতে পারিনি  হায়নার দল থেকে
আসুন না আবারও সবাই,
এই হায়নাদের বিরুদ্ধে রুখে দাড়াই-
ফিরে যাই সেই ৭১ এ আরো একবার।
সবাই একএে থাকলে আবারও
পালাবে এই  হায়নারা এ দেশ থেকে,
স্বাধীনতার মাসে আপনার, আমার
শপথ হোন আজ একটাই-
এ দেশ টাকে শত্রু মুক্ত রাখবো-
আপনি, আমি, আমরা সবাই।।