• বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়া থেকে বৈধ পথে অর্থ পাঠালে স্বল্পমূল্যে বিমান টিকিট


প্রকাশিত: ৩:৪০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৫১ বার

মালয়েশিয়া থেকে সংবাদাদাতা আব্দুস সালাম  :  মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠালে দ্রুত কন্স্যুলার সেবা প্রদান ও mmস্বল্প মূল্যে বাংলাদেশ বিমানের টিকিট দেয়ার ঘোষণা দিয়েছেন হাই কমিশনার মো. শহিদুল ইসলাম।
শুক্রবার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের তিন রেমিটেন্স হাউজ অগ্রনী, ন্যাশনাল ও সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ‘বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ’ শীর্ষক আলোচনার সময় তিনি এ ঘোষণা দেন।
একইসঙ্গে বৈধ পথে অর্থ পাঠালে আরও নানা সুবিধা দেয়ার ঘোষণা দেন হাইকমিশনার। এসময় তিনি প্রবাসীদের বৈধ পথে দেশে কষ্টার্জিত অর্থ পাঠিয়ে দেশের দ্রুত উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

আলোচনায় অংশ নেন দূতাবাসের ডিফেন্স উইং হুমায়ন আহমেদ, দূতাবাস প্রধান ওয়াহিদা আহমেদ, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম, কমার্সিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস ও দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াসমিন, মালয়েশিয়াস্থ অগ্রণী রেমিটেন্স হাউজের মহা-ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ, ন্যাশনাল মানি ট্রান্সফারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আখতার উদ্দিন আহমেদ ও সিবিএল মানি ট্রান্সফার এর প্রধান নির্বাহী পরিচালক সাইদুর রহমান ফারাজি।