• মঙ্গলবার , ৭ মে ২০২৪

৫বছরে মোদীর সম্পত্তি বেড়েছে ৫২%


প্রকাশিত: ১১:১০ পিএম, ২৬ এপ্রিল ১৯ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার

 

ইন্ডিয়া থেকে মীরা নায়ার : দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর বিগত পাঁচ বছরে নরেন্দ্র মোদীর সম্পত্তি বেড়েছে ৫২ শতাংশ। বিরোধীদের অভিযোগ নয়, বলছে মোদীর হলফনামা। নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ২.৫১ কোটি। ২০১৯-এর ৩১ মার্চের হিসেবে তাঁর হাতে মোট নগদের পরিমাণ ₹৩৮,৭৫০। ব্যাংকে গচ্ছিত রয়েছে ৪,১৪৩ টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিট রয়েছে ১.২ কোটির।

বৃহস্পতিবার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেসময় তিনি যে হলফনামা পেশ করেছেন, তাতে ৫২ শতাংশ সম্পত্তি বৃদ্ধির উল্লেখ করেন মোদী। নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ২.৫১ কোটি। ২০১৯-এর ৩১ মার্চের হিসেবে তাঁর হাতে মোট নগদের পরিমাণ ₹৩৮,৭৫০। ব্যাংকে গচ্ছিত রয়েছে ৪,১৪৩ টাকা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিট রয়েছে ১.২ কোটির।