• মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪

১০ লাখ টাকায় বিহারী ক্যাম্প দখলচেষ্টা


প্রকাশিত: ৯:৪৯ পিএম, ১৯ ডিসেম্বর ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২০৮ বার

 

স্টাফ রিপোর্টার : এবার বিহারী ক্যাম্প দখলে পুলিশ দুর্নীতিবাজ চেষ্টা পন্ড হয়েছে বিহারীদের ধাওয়ার মুখে। এলাকাবাসী ও সম্মিলিতভাবে বিহারীরা দখলদারদের ধাওয়া দিলে পুলিশসহ ওই চক্রটি সটকে পড়তে বাধ্য হন বলে আজ এক মানববন্ধন থেকে জানান বিহারী রহমত ক্যাম্পেরা বাসিন্দারা।আজ ১৯.১২.২০১৯ইং বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পল্লবীর রহমত ক্যাম্পের ৯টি বিহারী পরিবার সাংবাদিকদের জানান, গতকাল বুধবার পল্লবীর একটি ভূমিদস্যু দুর্নীতিবাজ চক্রের যোগসাজশে ১০ লাখ টাকায় ৩ কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্ঠায় সামিল হয়েছিল পল্লবী থানা পুলিশও।বিহারীরা তাদের ঘর উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে এই সমাবেশ ও মানববন্ধন করে। সমাবেশে সভাপতিত্ব করেন রহমত ক্যাম্পের বাসিন্দা মোঃ রাজু। সমাবেশে বক্তব্য রাখেন বয়োবৃদ্ধ তাজউদ্দিন, জিসান, রজব প্রমূখ।

তারা বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিতভাবে জানিয়েছেন বলে জানান। তারা বলেন, বুধবার পল্লবীর একটি ভূমিদস্যু দুর্নীতিবাজ চক্রের যোগসাজশে ১০ লাখ টাকায় ৩ কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টা করা হয়েছিল। চক্রটি ৯ টি পরিবারের বসতঘর কে প্লট বানিয়ে দখলের নীলনক্সা করেছিল। এতে সামিল হয়েছিল পল্লবী থানা পুলিশও। কারণ পুলিশ অবৈধ যোগসাজশে জায়গাটি ৪৪ বছর যাবত যে বিহারী ক্যাম্পের দখলে তা এড়িয়ে গিয়ে প্রতিবেদন দেয়।পরে ওই সম্পত্তির দখলদার বিহারীদের সম্মিলিত প্রচেষ্ঠায় দুর্নীতিবাজদের চক্রান্ত ভেস্তে যায়। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের যোগসাজশে চক্র এই অপকর্ম করছিল বলে দাবি করা হয়। এ সম্পর্কে পল্লবী থানার ওসি কোনো মন্তব্য করতে রাজি হননি।