• রোববার , ১৯ মে ২০২৪

সিলিন্ডার কেড়ে নিলো দুই শ্রমিককে!


প্রকাশিত: ৭:৫২ পিএম, ২৩ জুলাই ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

 

 

পটিয়া প্রতিনিধি : সিলিন্ডার বিস্ফোরণ-এভাবেই কেড়ে নিলো দুই শ্রমিকের প্রাণ। ছবিতে দেখা যাচ্ছে একজন বসা অবস্থায় মৃত্যবরণ করেছেন(বাঁয়ে) অন্যজন শায়িত (ডানে)। নির্মম মৃত্যু সিলিন্ডার কেড়ে নিলো দুই শ্রমিককে!চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা দেশ-১ নামের একটি জাহাজে সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

এ সময় আরও দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহাজের ওয়াল্ডিং শ্রমিক রাশেদ (২১) ও মাসুম (২৩)। দগ্ধরা হলেন মো. কামরুল (২৮) ও আমজাদ হোসেন (৩০)।আবদুল মাবুদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, জাহাজটি প্রায় দুই মাস ধরে নোঙর করা ছিল। জাহাজে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নদীতে ঝাঁপ দেন।

পরে সেখান থেকে উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্ণফুলী থানার উপপুলিশ পরিদর্শক আবদুল মতিন জানান, কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজে মেরমতের কাজে ওয়েল্ডিং করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হওয়া অন্য দুইজনের চমেক হাসপাতালের বার্ন ইউনিটের ৩৬ ও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা চলছে।