• বৃহস্পতিবার , ২ মে ২০২৪

শাহজালালের টয়লেটের কমোডে ফের কোটি টাকার সোনা জব্দ


প্রকাশিত: ২:৫৭ পিএম, ৭ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২৬ বার

স্টাফ রিপোর্টার   :   হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটের কমোডে দুই কেজি সোনা জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে শৌচাগারের কমোডের ভেতর 1থেকে এসব সোনা জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

কমোডের ভেতর রাখা কনডম থেকে ২০টি বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জাতিরকন্ঠকে বলেন, আজ সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সোনার চালান আসার খবর গোপন সূত্রে পাওয়া যায়।

সোনার চালানটি বিমানবন্দরের কোথাও লুকিয়ে রাখা হয়েছে—জানতে পেরে তল্লাশি চালানো হয়। পরে কাস্টম হলে এক নম্বর বেল্টের পাশে একটি শৌচাগারের কমোডের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়।

স্কচটেপ দিয়ে পেঁচিয়ে তিনটি কনডমের ভেতর ২০টি সোনার বার লুকিয়ে রাখা হয়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। জব্দ হওয়া সোনার মূল্য এক কোটি টাকা।