• রোববার , ১৯ মে ২০২৪

রাষ্ট্রপতিপুত্র’র অনন্য অবদানের স্বীকৃতি


প্রকাশিত: ৭:৪৪ পিএম, ২৯ জুন ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

 

সংসদ রিপোর্টার : কৃষক লীগের উপদেষ্টা করে রাষ্ট্রপতিপুত্র’র অনন্য অবদানের স্বীকৃতি দেয়া হয়েছে। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য মহামান্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ স¤পাদক এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বরাবর লেখা চিঠিটিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কৃষক লীগ এর গঠিত হওয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আপনাকে বাংলাদেশ কৃষক লীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।

হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের টানা তিন বারের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ১৯৬৯ সালের ২৭ অক্টোবর জন্মগ্রহণ করেন। রেজওয়ান আহাম্মদ তৌফিক ২০১৩ সালের ৩রা জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করা শুরু করেন। ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে হ্যাট্রিক বিজয় লাভ করেন তিনি।রেজওয়ান আহাম্মদ তৌফিক তাঁর মার্জিত আচরণ ও সুন্দর ব্যবহার দিয়ে দলমত নির্বিশেষে সকলেরই মন জয় করে নিয়েছেন।

রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য। রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি দ্বিতীয় বারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য।