• মঙ্গলবার , ৭ মে ২০২৪

রাজধানীতে মডেল সোহেলির রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ৩:৩১ পিএম, ১৫ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

 

স্টাফ রিপোর্টার : রাজধানীর মহাখালী এলাকার একটি বাসায় সোহেলি রহমান ওরফে নিত্তি নামের 11এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওই বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

নিহত সোহেলি রহমানের পরিবার জানায়, সোহেলি মডেলিং করতেন। তাঁর বাবা মতিউর রহমান একজন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি)। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের ব্রাহিমপুরে। সোহেলিকে তাঁর স্বামী নির্যাতন করতেন বলে তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেছেন।

বনানী থানার পুলিশ জানায়, সোহেলি ১০৫৩ মহাখালী বাজার গেটে থাকতেন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে তাঁর স্বামী অভিজিৎ বাচ্চি সোহেলিকে অচেতন অবস্থায় মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, সোহেলির বাবা অবসরপ্রাপ্ত এসপি মতিউর রহমান অভিযোগ করেছেন, স্বামী অভিজিৎ বাচ্চির সোহেলিকে নির্যাতন করতেন। তাই ধারণা করা হচ্ছে, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সোহেলি আত্মহত্যা করতে পারেন।

পুলিশের কাছে অভিজিৎ বাচ্চি দাবি করেছেন, পারিবারিক বিষয় নিয়ে কলহের জের ধরে সোহেলি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
ওসি বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে অভিজিৎ বাচ্চিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।