• বুধবার , ৮ মে ২০২৪

‘বয়স বাড়ছে না-সরকারি চাকরিতে প্রবেশের’


প্রকাশিত: ৯:২৩ পিএম, ২৯ ফেব্রুয়ারি ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

1সংসদ প্রতিবেদক  :  সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার জাতীয় সংসদে চলতি অধিবেশনের শেষ দিনে সংসদ সদস্য সেলিনা বেগমের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

তিনি বলেন, প্রশাসনে ওএসডি কর্মকর্তার সংখ্যা ১৮৭ জন। এদের মধ্যে ২ জন সচিব, ১৭ জন অতিরিক্ত সচিব, ৭২ জন যুগ্ম সচিব, উপ সচিব ৪৫ জন, সিনিয়র সহকারী সচিব ৩৫ জন এবং সহকারী সচিব ১৬ জন। অন্যদিকে গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ডিসেম্বর ২০১৪ পর্যন্ত প্রশাসনে ৩ লাখ ২ হাজার ৯০৪টি পদ শূন্য ছিল। শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির ৩৯ হাজার ৫৬৪ টি, দ্বিতীয় শ্রেণির ৩০ হাজার ৪২২ টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৬৩ হাজার ৪১৭টি এবং ৪র্থ শ্রেণির ৬৯ হাজার ৫০১ টি।

২০১৫ সালের তথ্য হালনাগাদের কাজ চলমান রয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে তাদের এই আন্দোলন চলছে।