• সোমবার , ৬ মে ২০২৪

ব্লগাররা কি অন্যগ্রহের ? বিচার ঝুলছে কেন বছরের পর বছর?


প্রকাশিত: ৪:১২ পিএম, ৮ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

প্রিয়া রহমান   :    ব্লগাররা কি অন্যগ্রহের ? বিচার ঝুলছে কেন বছরের পর বছর? গত চার বছরে 1বছরে দশ ব্লগার খুন হলেও মামলার একটিরও বিচার কাজ শেষ হয়নি। এর মধ্যে একমাত্র আহমেদ রাজীব হায়দার শোভন হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলাটি বিচারের প্রক্রিয়ায় যাচ্ছে। বগুড়ায় জিয়া উদ্দিন জাকারিয়া বাবু হত্যার ঘটনায় তিন শিবির কর্মী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মামলার শিগগির চার্জশিট দেয়া হবে।
2
খিলগাঁওয়ে ব্লগার নীলাদ্রি চট্রোপাধ্যায় হত্যা মামলায় ডিবি দাবি করেছে চারজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যা সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত তারা আদালতে এ সংক্রান্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। এছাড়া লেখক ও ব্লগার অভিজিত্ রায় ও প্রকাশক ফয়সাল আরেফীন দীপনসহ সাত ব্লগার হত্যা মামলার তদন্তে তেমন কোন অগ্রগতি নেই বলে জানা গেছে।

মামলাগুলোর তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠী ‘স্লিপার সেল’ গঠন করে এ ধরনের হত্যার ঘটনা ঘটাচ্ছে। কিলিং মিশনে অংশ নেয়ার আগ পর্যন্ত সেলের সদস্যরা একে অপরের কাছে অচেনা থাকে। এ কারণে একজন সদস্য অপর সদস্যের ব্যাপারে বিস্তারিত কোন তথ্যই জানে না। ফলে একটি হত্যায় সরাসরি অংশ গ্রহণকারীদের সঙ্গে অপর হত্যার কোন সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে না।

সর্বশেষ গত বুধবার রাতে রাজধানীতে খুন হয়েছেন অনলাইন অ্যাকটিভিস্ট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দিন সামাদ। গত বছরের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীতে ঢুকে প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

একই সময়ে লালমাটিয়ায় ড. অভিজিত্ রায়ের বইয়ের প্রকাশনী সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল, ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে কুপিয়ে জখম করে। এই দুইটি ঘটনায় শাহবাগ ও মোহাম্মদপুর থানায় দায়ের করা দুটি মামলার তদন্তে কোন অগ্রগতি হয়নি। ঘটনার তদন্তে পুলিশ ও র্যাব শাহবাগ আজিজ সুপার মার্কেটের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করেও কোন ঘাতককে শনাক্ত করতে পারেনি।

একই বছরের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বই মেলা থেকে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের ফুটপাতে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত্ রায়কে (৪০) একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়। এখন পর্যন্ত এ হত্যার তদন্ত ফলও ‘শূন্য’।