• সোমবার , ৬ মে ২০২৪

বাংলাদেশে আইএসের সংগঠন নেই, বার্নিকাটের স্বীকার


প্রকাশিত: ৮:৩৭ পিএম, ১৫ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫১ বার

স্টাফ রিপোর্টার   :   বাংলাদেশে কথিত ইসলামিক স্টেট-আইএসের কোনো সংগঠন নেই বলে স্বীকার 3করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।বুধবার সচিবালয়ে বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের কাছে এমন দাবি করেছেন।

তিনি বলেন, বার্নিকাটের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাম্প্রতিক হামলা এবং আইএসের দায় স্বীকারের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্লোরিডার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্পিচ আমরা পড়েছি। তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন, সেখানে আইএসের কোনো সংগঠন নেই। যদিও আইএসের একটা খবর প্রকাশ হয়েছিল।’

তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে বলছি যে, বাংলাদেশেও আইএসের কোনো অস্তিত্ব নেই। এই ধরনের ওয়েবসাইট, এই ধরনের মিডিয়ার মাধ্যমে আইএস আমাদের দেশে আছে তা প্রকাশ করার প্রচেষ্টা নিচ্ছে।’

আসাদুজ্জামান কামাল বলেন, ‘তিনিও (বার্নিকাট) এ কথা স্বীকার করেছেন যে, বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই। আমাদের সঙ্গে একমত হয়েছেন।’তিনি বলেন, ‘দুজনই দুজনকে বলেছি, এখন সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটাকে ঠেকাতে যুক্তভাবে কাজ করতে হবে। আমাদের লোকদের প্রশিক্ষণের কথা বলেছি। সন্ত্রাসের বিষয়ে যত তথ্য তারা (যুক্তরাষ্ট্র) জানে, তা শেয়ার করতে বলেছি।’