• রোববার , ১৯ মে ২০২৪

বঙ্গবন্ধুকে চুজ পাজামা পরানোর খায়েস দেখালো এমপি এমএ লতিফ


প্রকাশিত: ২:৪৪ এএম, ৫ ফেব্রুয়ারি ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১২৬ বার

bangobandu-chuse pagama-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক  :  বঙ্গবন্ধুকে কে চুজ পাজামা পরিয়ে বিলবোর্ড তৈরী করেছিলেন এমপি এম এ লতিফ। এজন্য এমপি লতিফের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করা  হয়েছে।   ভুক্তভোগীদের অভিযোগ এটা জাতিরজনক বঙ্গবন্ধুর প্রকৃত ছবি নয়। বঙ্গবন্ধু এ ধরনের কোন ছবি তোলেননি।

তাছাড়া বঙ্গবন্ধু কোন সময় ব্লিলবোর্ডের মত চুজ পায়জামা পড়ে ছবি তোলেননি। এটা জাতির জনকের ইতিহাস বিকৃতির অপচেষ্ঠার একটি হীন বিকৃত রুচির অপকর্ম। জাতিরজনক সব সময় ঢোলা পায়জামা পড়তেন।

চট্টগ্রাম প্রতিনিধি  জানান.  বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে । বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে সাবেক যুবলীগ নেতা সাইফুদ্দিন রবি এই মামলাটি করেন।

আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জানান, জাতির জনকের ছবি বিকৃত করায় দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি করা হয়েছে। আদালত গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে দিয়ে এর তদন্ত করতে বলেছে।

মামলার বাদী সাইফুদ্দিন রবি জানান, জাতির জনকের মানহানির ক্ষতিপূরণ হিসেবে আমি এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছি।

সম্প্রতি প্রধানমমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের সময় চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য লতিফের নামে বিলবোর্ড-ফেস্টুন বন্দরনগরীতে স্থাপন করা হয়েছিল। তাতে বঙ্গবন্ধুর বিকৃত ছবি ব্যবহারের অভিযোগ ওঠে।