• রোববার , ১৯ মে ২০২৪

প্রিন্সবাজারে অনুমোদনহীন পণ্যে-


প্রকাশিত: ৬:১২ পিএম, ১৮ জুন ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৬ বার

স্টাফ রিপোর্টার : অনুমোদন ছাড়া বিদেশি পণ্য বিক্রি করার দায়ে রাজধানীর মোহম্মদপুরে সুপার শপ প্রিন্স বাজারকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে, এ অভিযান চালায় সংস্থাটি। বিএসটিআইয়ের সহকারী পরিচালক গোলাম রাব্বানী জানান, এই সুপার শপে তিনটি বিদেশি প্রসাধনী পণ্যের ছাড়পত্র না থাকায় জরিমানা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে বিএসটিআই’র সহকারী পরিচালক আরও বলেন, ‘জনসাধারণ যাতে মানসম্মত পণ্য সামগ্রী পেতে পারে সেজন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আর যে পণ্য ব্যান্ড করা হয়েছে সেটা যাতে জনগণের কাছে না পৌঁছায়, সে ব্যাপারে আমাদেরকে হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ মানার জন্য আমরা দোকান থেকে শুরু করে, বাজার বা কারখানা সবখানেই অভিযান পরিচালনা করব।’এর আগে, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যোবায়ের সুইট মিটকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অন্য নামে নিবন্ধন নিয়ে খাবার তৈরি করত ওই প্রতিষ্ঠানটি। এছাড়া প্রতিষ্ঠানটির পরিবেশও নোংরা ছিল।