• সোমবার , ২৯ এপ্রিল ২০২৪

প্রাথমিক শিক্ষা সমাপনী বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায়


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৭ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

 

সংসদ রিপোর্টার : সোমবার পঞ্চম শ্রেণি থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উঠিয়ে দেয়ার প্রস্তাব montrishava-www.jatirkhantha.com.bdমন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উত্থাপন করা হবে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি এরই মধ্যে মন্ত্রিপরিষদে বিভাগে পাঠানো হয়েছে।সোমবার জাতীয় সংসদ ভবনে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে শুরু হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবটি উথাপন করা হয়েছে বলে মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে মন্ত্রিসভা অনুমোদন দিলে এ বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী বাতিল হয়ে যাবে। প্রস্তাব অনুমোদন না দিলে আগের নিয়মেই পরীক্ষা হবে।সরকার সম্প্রতি প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উন্নীত করে। এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

মন্ত্রীদ্বয় বলেছিলেন, অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী হবে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষাও হবে না।তাঁরা আরো বলেন, প্রস্তাবটি শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদন করা হবে।