• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

পহেলা বৈশাখের অনুষ্ঠানে ভ্যানিটি ব্যাগ নিষিদ্ধ-ডিএমপি কমিশনার


প্রকাশিত: ২:০১ পিএম, ১১ এপ্রিল ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

11
স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখের অনুষ্ঠানে নারীরা ভ্যানিটি ব্যাগ বহন করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।মঙ্গলবার সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘পহেলা বৈশাখে বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ৬টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। ৬টার পর বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। এছাড়া মঙ্গল শোভাযাত্রা, রমনা বটমূলসহ বড় বড় অনুষ্ঠানে নারীরা ভ্যানিটি ব্যাগ বহন করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রার চারিদিকে র‌্যাব পুলিশ ও সোয়াটের সদস্যরা অবস্থান করবেন। কেউ মুখোশ পড়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না, এমনকি মঙ্গল শোভাযাত্রায় আয়োজক সংস্থা চারুকলা ইনষ্টিটিউট এর সদস্যরাও মুখোশ ব্যবহার করতে পারবে না। তবে হাতে করে মুখোশ বহন করা যাবে। ধারালো ছুরিসহ দাহ্য পদার্থ বহন করা যাবে না।’

ডিএমপি কমিশনার বলেন, ‘মোটরসাইকেলের চালকের পিছনে অন্য কেউ থাকবে না। তবে স্ত্রী ও নাবালক সন্তান থাকতে পারে।’ তিনি আরও বলেন, ‘পহেলা বৈশাখে ইভটিজিং, পকেটমারদের বিরুদ্ধে পুলিশের সাদা পোশাকধারী বিশেষ টিম কাজ করবে।’

সংবাদ সম্মেলন জানানো হয়, পহেলা বৈশাখ উদযাপনে ডিএসপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে মিরপুর হতে বিভিন্ন রুটের যে সব বাস ফার্মগেট হয়ে গুলিস্থান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ি যাবে সে সব বাস হোটেল সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে এবং অন্যান্য গাড়ি হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামটরে বামে মোড় দিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী হয়ে কাকরাইল চার্চ বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

মোহাম্মদপুর হতে যে সব রুটের বাস মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ি-শ্যামপুর যাবে সে সব রুটের বাস মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে তবে প্রাইভেটকারসমূহ সাইন্সল্যাব থেকে কাঁটাবন পর্যন্ত আসতে পারবে এবং কাঁটাবন থেকে ডানে বামে যেতে পারবে।

টঙ্গী-এয়ারপোর্ট হতে যে সব রুটের বাস গুলিস্থান ও সায়েদাবাদ যাতায়াত করে সে সব রুটের বাস টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণী বামে মোড় বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং বামে মোড় খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে-আসবে এবং অন্যান্য গাড়ি মহাখালী হয়ে মগবাজার-কাকরাইল চার্চ বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী হতে যে সব রুটের বাস এবং অন্যান্য গাড়ি গুলিস্থান, ফুলবাড়ীয়া যাতায়াত করে সে সব রুটের বাস ও অন্যান্য গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব সোজা নিউমার্কেট-আজিমপুর-বেবী আইসক্রীম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশিবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার যুক্ত গাড়ি ব্যতীত সকল প্রকার যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। পহেলা বৈশাখ ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অবস্থা বলবত থাকবে।