• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

নৈরাজ্যে’র হরতাল ঠেকাবে শান্তি সমাবেশ-আমি ঘোষণা দিচ্ছি কেউ মানবে না হরতাল:কাদের


প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৮ অক্টোবর ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

স্টাফ রিপোর্টার : বিএপির হরতাল ঘোষণার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি, এদের এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এই ভোঁতা অস্ত্রে কাজ হবে না। আমরা আগামীকাল (রোববার) মহানগর, থানা, জেলা, উপজেলা- সারা বাংলাদেশে শান্তি সমাবেশ করব।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ রোববার সারা দেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বায়তুল মুকাররম দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, মহানগর, থানা, জেলা, উপজেলা, শহরসহ সারা দেশে রোববার শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।বিএপির হরতাল ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি, এদের এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এই ভোঁতা অস্ত্রে কাজ হবে না। আমরা আগামীকাল (রোববার) মহানগর, থানা, জেলা, উপজেলা- সারা বাংলাদেশে শান্তি সমাবেশ করব।’

প্রসঙ্গত, বিএনপি ও তার শরিকরা রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে। শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তাছাড়া প্রধান বিচারপতির বাসভবন এবং পুলিশ বক্সে আগুন দেয়ার অভিযোগও উঠেছে দলটির বিরুদ্ধে।