• সোমবার , ১৩ মে ২০২৪

থাইল্যান্ডে সেনাবাহিনীর ক্ষমতা দখল


প্রকাশিত: ১২:২৩ এএম, ২৩ মে ১৪ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

স্টাফ রিপোর্টার:২২ মে ২০১৪:

 

থাইল্যান্ডে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে সেনাবাহিনী এ ঘোষণা দেয়।
বিবিসি অনলাইন ও রয়টার্সের খবরে বলা হয়, সরকারবিরোধী বিভিন্ন দলের সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান এ ঘোষণা দেন।
ভাষণে দেশটির সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চান-ওছা বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক পুনর্গঠনে কাজ করবে। তিনি বলেন, ‘দেশের স্বাভাবিক অবস্থা ও শান্তি ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো বিনির্মাণের স্বার্থে সেনাবাহিনী ক্ষমতা দখলে বাধ্য হল।’
এ ঘোষণার কিছু সময় আগে সেনা সদস্যরা সরকারবিরোধী নেতা সুথেপ থউগসুবানকে গ্রেপ্তার করে।
এ ছাড়া গতকাল দেশটিতে সামরিক আইন জারি করে সেনাবাহিনী। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিতে সহিংসতা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়। তবে কোনো ধরনের অভ্যুত্থানের সম্ভাবনাকে তখন নাকচ করে দিয়েছিল সেনাবাহিনী।