• রোববার , ১৯ মে ২০২৪

জয়পুরহাট যুবলীগের কাউন্সিলে দিনবদলের হাওয়া-কর্মিবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা চান এমপি স্বপন


প্রকাশিত: ৬:৩৮ পিএম, ২৯ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৫৫ বার

আলাল আহমেদ . জয়পুরহাট থেকে :  জয়পুরহাট যুবলীগের এখন দিনবদলের হাওয়া বাইছে।

সভাপতি প্রার্থী সুমন কুমার সাহা
সভাপতি প্রার্থী সুমন কুমার সাহা

আগামী ৩ মে’র কাউন্সিলে এমপি স্বপন চান কর্মিবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা।সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে নেতৃত্ব প্রতিষ্ঠার কার্যক্রম। নেতাকর্মীরা জাতিরকন্ঠকে জানান, বহু

সা. সম্পাদক প্রার্থী-রাসেল দেওয়ান মিলন
সা. সম্পাদক প্রার্থী-রাসেল দেওয়ান মিলন
সা. সম্পাদক প্রার্থী-নাফিজ চৌধুরী উজ্জল
সা. সম্পাদক প্রার্থী-নাফিজ চৌধুরী উজ্জল

প্রতিক্ষার পর অবশেষে আগামী তিন মে  জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের কাউন্সিল হতে যাচ্ছে।

এবার কর্মিবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা চান এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন। শোনা যাচ্ছে এই

 সা. সম্পাদক প্রার্থী-মেহেদী হাসান হিটলু

সা. সম্পাদক প্রার্থী-মেহেদী হাসান হিটলু
সা. সম্পাদক প্রার্থী-রাইছুল ইসলাম রাজ
সা. সম্পাদক প্রার্থী-রাইছুল ইসলাম রাজ

কাউন্সিলে চলমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, এবার অপ্রতিদ্বন্দ্বি সভাপতি। এখনও তার প্রতিদ্বন্দ্বি হিসেবে কেউ মুখ খোলেননি।

সাধারন সম্পাদক হিসেবে ৫ জনের নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে রাসেল দেওয়ান মিলন ও মেহেদী হাসান হিটলু নাম বেশী আলোচিত। তবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে করছেন এবার জেলা যুবলীগের নেতৃত্ব ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সৃজনশীল যুবকদের নিয়ে সাজাতে পারলে, জিন্দাবাদের জয়পুরহাটে জয়বাংলার শ্লোগান আরো শক্তিশালী, মানব কল্যান মুখী ও সার্বজনীন সংগঠন  হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে।

পাশাপাশি জয়পুরহাটের কৃতি সন্তান, দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে পরিচিত। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ‘আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এম,পি) কর্মিবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার কথা ভাবছেন।

তাঁর এই শুভ উদ্দ্যগ সফল হলে সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনায় সৃষ্টিরত আদর্শে জনকল্যাণ মুখী  ও বিজ্ঞান মনস্ক যুব সমাজ গড়ার ক্ষেত্রে জয়পুরহাটে ব্যপক ভূমিকা রাখবে।