• শুক্রবার , ৩ মে ২০২৪

গ্রামীনফোন ১১হাজার কোটি টাকা মেরে দিয়েছে


প্রকাশিত: ২:০৭ পিএম, ৬ আগস্ট ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

বিশেষ প্রতিনিধি : সরকারের পাওনা সাড়ে ১১ হাজার কোটি টাকা ফাঁকি দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। মেবাইল ফোন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র এক অডিটে এ ভয়াবহ তথ্য মিলেছে।সূত্র জানায়, ১৯৯৬ সালে গ্রামীনফোন প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ পর্যন্ত এই সময়ে অপারেটরের ইনফর্মেশন সিস্টেম অডিটে রাষ্ট্রের এই পাওনার বিষয়টি উঠে আসে।

এ সম্পর্কে ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার জানান, রাষ্ট্রের পাওনা আদায়ে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।সূত্র মতে, অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী গ্রামীণফোনের কাছে সরকারের পাওনা ১১ হাজার ৫৩০ কোটি ১৫ লাখ টাকা। জানা গেছে, অডিট ফার্ম তোহা খান জামানের দাখিল করা অডিট প্রতিবেদনে এতথ্য উঠে আসে। অডিট অনুসারে মোট অর্থের মধ্যে বিটিআরসির পাওনা ৭ হাজার ৪৪৪ কোটি ২১ লাখ টাকা।

বাকি ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা ভ্যাট ও ট্যাক্স বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা।এর আগে ২০১১ সালে প্রথম অডিটে অপারেটরটি ৩ হাজার ৩৪ কোটি টাকা দেনা হলে তারা সেটি নিয়ে আদালতে যায়। সে সময় অপারেটরটি অভিযোগ করে অডিট রিপোর্টটি আন্তর্জাতিক মানের হয়নি। প্রথমদিকে অপারেটরটির অসহযোগিতার কারণে অডিট শুরুটা বিলম্বিত হয়।