• মঙ্গলবার , ৭ মে ২০২৪

খোকার বিরুদ্ধে কার পার্কিং ইজারার অর্থ লুটপাট প্রমাণিত


প্রকাশিত: ৭:০৭ পিএম, ২৯ নভেম্বর ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

koka-www.jatirkhantha.com.bdকোর্ট রিপোর্টার:  রাজধানীর বনানী ইউনিক সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স বেজমেন্টে পার্কিংয়ের ইজারার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।রোববার (২৯ নভেম্বর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ চার্জ গঠন করেন।

অপর তিন আসামি হলেন- বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও সভাপতি আ. বাতেন নকী এবং গুডলাক বেজমেন্ট কার পার্কিংয়ের ম্যানেজার এ এইচ এম তারিক।এ মামলায় খোকা জামিনে গিয়ে পলাতক আছেন। গত ২৪ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অপর তিন আসামি জামিনে থেকে আদালতে হাজির ছিলেন।

আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।২০১২ সালের গত ১৫ ফেব্র“য়ারি দুদকের সহকারী পরিচালক মাহবুবুল হক বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেছিলেন।
ঢাকা সিটি করপোরেশনের বনানী ইউনিক মার্কেটের বেজমেন্টে পার্কিংয়ের ইজারার ১১ লাখ ৫ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে খোকাসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করে দুদক।

২০১২ সালের ৭ নভেম্বর দুদকের উপ-পরিচালক নুর হোসেন খান খোকাসহ অপর তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।