• সোমবার , ৬ মে ২০২৪

কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব উদ্বোধন


প্রকাশিত: ৪:০৭ এএম, ৭ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪০ বার

 
1নীপা খন্দকার : আনন্দঘন পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনায় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন পালিত হয়েছে। এখানেই ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্মেছিলেন তিনি। বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের দিলালপুরস্থ সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসেবে কেক কেটে পাঁচ দিনের এই উৎসব উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু, সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মো: মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সহ-সভাপতি কামাল সিদ্দিকী, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. হুমায়ন কবির মজুমদার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।

কেক কাটার পর সুচিত্রা সেনের বাড়ি থেকে ঢাকঢোল বাজিয়ে বের করা হয় শোভাযাত্রা। এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পাবনা টাউন হলে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন পাবনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান, আলোচনাসভা ও সুচিত্রা অভিনীত ছবির প্রদর্শনী হবে। এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। এদিকে সকাল ১১টায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদের উদ্যোগে কেক কেটে মহানায়িকার জন্মদিন পালন করা হয়।