• বৃহস্পতিবার , ২ মে ২০২৪

ওয়ার্নারের ব্যাটিং তান্ডব ফাইনাল খেলবে মুস্তাফিজ


প্রকাশিত: ১:২৫ এএম, ২৮ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

স্পোর্টস রিপোর্টার  :  ওয়ার্নারের ব্যাটিং তান্ডবে অবশেষে মুস্তাফিজকে ছাড়াই ৪ উইকেটে জিতেছে 22হায়দরাবাদ। তাহলে মুস্তাফিজ ফাইনালে খেলছে -এমনটাই আশা করছে সারা বাংলাদেশ।
আইপিএলের ফাইনালে মুস্তাফিজের ফাইনাল খেলা মানে পুরো বাংলাদেশ থাকছে হায়দারাবাদের পক্ষে।

১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৫৮ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস ফাইনালে তুলে দিল দলকে। যেখানে আগেই প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এর আগে অ্যারন ফিঞ্চের ৩২ বলে ৫০, ব্রেন্ডন ম্যাককালামের ২৯ বলে ৩২ রানে ভর করে ১৬২ রান করে গুজরাট। মুস্তাফিজের চোট এই ম্যাচে সুযোগ করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ-আইপিএল মিলিয়ে ২০ ম্যাচ দলের বাইরে থাকা ট্রেন্ট বোল্টকে। কিউই পেসার অবশ্য মুস্তাফিজের অভাব পূরণ করতে পারেননি। ৪ ওভারে দিয়েছেন ৩৯ রান, উইকেট ১টি।

রান তাড়া করতে গিয়ে হোঁচট খেয়েছে হায়দরাবাদও। অষ্টম ব্যাটসম্যান বিপুল শর্মা (৩ ছক্কায় ১১ বলে ২৭ রান) ছাড়া আর কেউ ওয়ার্নারকে সঙ্গ দিতে পারেননি। অবশ্য ওয়ার্নার যেদিন এমন রূপে দেখা দেন, সেদিন তিনি একাই যথেষ্ট।

পুরো ইনিংস একাই টেনে নিয়েছেন, ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ধাওয়ান-যুবরাজ-হেনরিকেসরা যেখানে পুরোপুরি ব্যর্থ, সেখানে নিখুঁত অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। প্রায় সেঞ্চুরি ছোঁয়া ইনিংসটি ওয়ার্নার সাজিয়েছেন ১১ চার ও ৩ ছক্কায়।

হায়দরাবাদ অধিনায়কের বীরোচিত ব্যাটিংই ফাইনালে কাটার-স্লোয়ার-ইয়র্কারে পূর্ণ মুস্তাফিজের ২৪টি বল দেখার আশা বাঁচিয়ে রাখল।