• বৃহস্পতিবার , ৯ মে ২০২৪

ঈদে সাড়া ফেলবে বিপ্লবের টেলিফিল্ম রাজন দ্যা কিং-মোশাররফ করিম


প্রকাশিত: ৮:২১ পিএম, ২৯ জুলাই ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৩৬৯ বার

বিনোদন রিপোর্টার : এবার ঈদুল আযহায় টেলিভিশনে সাড়া ফেলতে আসছে মুনিহাত মাল্টিমিডিয়া কর্ণধার মেহেদী হাসান বিপ্লবের টেলিফিল্ম ‘রাজন দ্যা কিং’ । এই টেলিফিল্মে নতুন রুপে নয়া ডাইমেনশনে দেখা যাবে এক শীর্ষ সন্ত্রাসী মোশাররফ করিম কে।

ছাগলের কথিত ৩ নম্বর বাচ্চা’র মতো একসময়কার হাবাগোবা ছেলেটি হয়ে ওঠে সন্ত্রাস চাঁদাবাজ জগতের শীর্ষ সন্ত্রাসী ‘কিং’ মোশাররফ করিম। চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ডে নিজের নাম ফাটিয়ে বস্তির সেই ছেলে মোশাররফ করিম হয়ে ওঠে ‘রাজন দ্যা কিং’। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাজন দ্যা কিং মোশাররফ করিম এর।

কিন্তু কেন? কে তাঁর গডফাদার, কে তাঁকে নিয়ে এলো এই অন্ধকার জগতে এবং কেনই বা মোশাররফ করিমরা শীর্ষ সন্ত্রাসী হয়ে ওঠে তারই গল্প টেলিফিল্ম ‘রাজন দ্যা কিং’। এবার ঈদুল আযহায় মোরছালীন শুভ’র পরিচালনায় টিভি চ্যানেলে আসছে- ‘রাজন দ্যা কিং’ শীর্ষ সন্ত্রাসী মোশাররফ করিম।

আজ উত্তরায় টেলিফিল্মটির প্রচারণা উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুনিহাত মাল্টিমিডিয়া কর্ণধার মেহেদী হাসান বিপ্লব টেলিফিল্ম ‘রাজন দ্যা কিং’ সম্পর্কে এসব তথ্য জানান। তিনি বলেন, বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর এই টেলিফিল্ম নির্মিত হয়েছে। ‘রাজন দ্যা কিং’ এবার ঈদুল আযহায় মুক্তি পাবে টিভি চ্যানেলে।

ইতিমধ্যে অর্ধ শতাধিক টেলিফিল্ম, নাটক, ধারাবাহিক নাটক নির্মাতা বিপ্লব জানান, সংস্কৃতির মাধ্যমেই বর্তমান সমাজকে পরিবর্তন করতে হবে। মাদক, সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে তরুণদের সুস্থ্য ধারায় ফিরিয়ে আনতেই তিনি কাজ করছেন।অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে ‘রাজন দ্যা কিং’ এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন অর্শা।এছাড়াও অভিনয়ে রয়েছেন, নওশিন দিশা, শেখ মাহবুব, হেদায়েত নান্নু, জুয়েল আমিন প্রমুখ।