• শনিবার , ২৭ এপ্রিল ২০২৪

আজ আফ্রিদি’দের হারানোর প্রত্যয় মাশরাফি বাহিনীর


প্রকাশিত: ৩:০০ এএম, ২ মার্চ ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩২ বার

আসমা খন্দকার  :   আজ আফ্রিদি’দের হারানোর প্রত্যয় মাশরাফি বাহিনীর । এশিয়া কাপের প্রথম ম্যাচেই Bangla tigere-www.jatirkhantha.com................শক্তিশালী ভারতের কাছে ৪৫ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানে হারিয়ে কক্ষপথে ফিরে আসে টাইগাররা। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে পরের ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা দারুণভাবে জাগিয়ে তোলে মাশরাফি বাহিনী।বুধবার পাকিস্তানের বিপক্ষে লিগ পর্যায়ের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। হেরে গেলেও সম্ভাবনা ফুরিয়ে যাবে না।

তবে ফাইনাল ছাড়া আর কিছুই ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।ফাইনালে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে আসলেই ফাইনাল খেলার খুব ভালো সুযোগ আছে। সর্বশেষ দুটি ম্যাচ যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারলে অবশ্যই সুযোগ কাজে লাগানো যাবে। কিছু ভুলও অবশ্য ছিলো। কিন্তু আমরা প্রয়োজনের সময় দরকারি কাজ করতে পেরেছি বলেই ম্যাচ দুটি জিততে পেরেছি।’

তিনি আরো বলেন, ‘সম্ভাবনার কথা বলবো যে, প্রতিটি জায়গায়ই সুযোগ আছে। একটা নতুন ম্যাচ কালকে। যারা জিতবে তাদেরই ফাইনাল খেলার সুযোগ বেড়ে যাবে। সুতরাং এখানে আমাদের প্রতিটি জায়গায়ই সুযোগ আছে। প্রতিপক্ষেরও সুযোগ আছে। তারা একবার টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হয়েছিল। এ ছাড়া তাদের অনেক খেলোয়াড় বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি খেলে।’

মুস্তাফিজকে নিয়ে মাশরাফি বলেন, মুস্তাফিজের জায়গা কেউ নিতে পারবে না। মুস্তাফিজ নেই। তার জায়গায় তামিম ডাক পেয়েছেন। দুটো কি ব্যালেন্স হলো? এ ব্যাপারে টাইগার অধিনায়ক বলেন, ‘আগেও বলেছি, তামিমের না থাকা আমাদের জন্য সব সময়ই অস্বস্তির।

কারণ সে সব ফরম্যাটেই সফল একজন ওপেনার। তামিম অনেকদিন ধরে খেলছে। সে অনেক অভিজ্ঞ। আমি এটা শুরু থেকেই বলেছি। আর মুস্তাফিজ আমাদের জন্য অবশ্যই বড় ধাক্কা। ও থাকলে সবসময় আমাদের জন্য অনেক ভালো হয়। ও যা দিতে পারে তা টিমের জন্য বড় পাওয়া।’