• বৃহস্পতিবার , ২ মে ২০২৪

অমঙ্গল-ফেসবুকে প্রাক্তন সঙ্গীর প্রোফাইল ঘাঁটাঘাঁটি


প্রকাশিত: ৩:১০ পিএম, ২২ অক্টোবর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪০ বার

aaaa_164143জি-নিউজ অবলম্বনে এস রহমান:    প্রেম বা বিয়ের সম্পর্ক ভেঙে গেলে অবসাদগ্রস্ত অনেকেই ফেসবুকে প্রাক্তন সঙ্গীকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। এই অবসাদ কাটিয়ে তাড়াতাড়ি সুস্থ হতে অবিলম্বে ফেববুকে প্রাক্তন সঙ্গীর প্রোফাইল ঘাঁটাঘাঁটি বন্ধ করতে পরামর্শ দিয়েছেন গবেষকরা।

তারা জানান, বিচ্ছেদের পর দুইজন সঙ্গীর যিনি মানসিক ভাবে বেশি দুর্বল হয়ে পড়েন তিনি প্রায়শই প্রাক্তন সঙ্গীর প্রোফাইল ঘাঁটাঘাঁটি করেন। দেখেন তার প্রাক্তন সঙ্গী কী পোস্ট করেছেন, কী ছবি সংযুক্ত করেছেন, তার জীবনে কী হচ্ছে সবকিছু জানতে চান। কিন্তু এই পরিস্থিতি ক্রমশই তাকে আরও বেশি অবসাদের গভীরে ঠেলে দেয়।

ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষক জেসি ফক্স ও হাওয়াইয়ের তোকুঙ্গা ইউনিভার্সিটির গবেষক রবার্ট এস জানান, বিচ্ছেদের পর অনেকেই অবসাদ কাটাতে পরামর্শ নিতে আসেন। এ সময় কে কীভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তা তার অনলাইন সারভেইলেন্স আচরণ থেকে বোঝা যায়।সম্প্রতি সাইবারসাইকোলজি, বিভেবিয়ার অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিংয়ে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।