• মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪

সেক্স ডলের যৌন সুখে মজেছে ছেলে-মেয়ে থেকে শুরু করে বেশি বয়সিরাও


প্রকাশিত: ১:৫০ পিএম, ১১ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৭৭ বার

মীরা নায়ার   :   মজুত রয়েছে নিশিযাপনের হরেক আয়োজন৷ হাত বাড়ালেই মিলে যাবে সে সবের sexdoll-www.jatirkhantha.com.bdকোনও এক আয়োজন৷ যেমনটা প্রয়োজন, মিলবে তেমনটাই৷ যৌনসুখও খামতি নেই নিশিযাপনের ওই হরেক আয়োজনে৷ খামতি হবেই বা কেন! কারণ, কলকাতা যে এখন কল্লোলিনী তিলোত্তমা!

তবে, যৌনসুখ কি আর শুধুমাত্র নিশিযাপনে? না৷ তেমনটাও নয়৷ কারণ, যৌনসুখের হরেক আয়োজন মজুত রয়েছে এই মহানগরীর দিনযাপনেও৷ আর, যৌনসুখের সে সব আয়োজনে মজে উঠেছেন এ শহরের মহিলা-পুরুষ সকলেই৷ কে নেই সেই তালিকায়? কম বয়সি ছেলে-মেয়ে থেকে শুরু করে মাঝ বয়সিরাও৷ পিছিয়ে নেই বেশি বয়সের মহিলা-পুরুষরাও৷

কখনও যৌনতা ছাড়া নিশিযাপন, আবার কখনও যৌনসুখের নিশিযাপন৷ যৌনসুখের সে সীমানা ছড়িয়ে পড়েছে দিনযাপনের পরতে পরতেও৷ কাজেই, ওই সব আয়োজনের নানা উপকরণে কেনই বা মজে উঠবে না এ শহরও? কেননা, ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুনীলের নীরা সোনাগাছিতে! এ দিকে, ফুটপাথের লোহালক্কড়ের ভিড়ে লজ্জা ভাঙছে তিলোত্তমা৷ আর, সেক্স টয়ে মজে যৌনতার আড় ভাঙছে কলকাতা৷শুধুই কি তাই? যৌনসুখের খামতি পূরণের জন্য যেভাবে এই মহানগরীতেও বাড়ছে বিভিন্ন ধরনের সেক্স টয়ের ব্যবহার, সেই তালিকায় পিছিয়ে নেই সেক্স ডলও৷

যে কারণে, বিভিন্ন ধরনের সেক্স ডলের ব্যবহারেও এখন মজে উঠেছে কল্লোলিনী এই তিলোত্তমা৷ এ শহরে যৌনসুখের খামতি পূরণের জন্য বিভিন্ন ধরনের সেক্স টয় যেমন বিকোচ্ছে শরীরচর্চার নানা সাজ-সরঞ্জামের দোকানে৷ তেমনই, ইন্টারনেট আর ফোনের সৌজন্য-মাধ্যমে সে সব আবার পৌঁছে যাচ্ছে সরাসরি ক্রেতার দরবারেও৷

আর, মাধ্যম হিসেবে ওই ইন্টারনেট এবং ফোনের সৌজন্যেই সেক্স ডলও পৌঁছে যাচ্ছে সরাসরি ক্রেতার কাছেই৷ যৌনসুখের জন্য সঙ্গী হিসেবে সেক্স ডলের ব্যবহার উন্নত দেশে অনেক আগেই শুরু হয়েছে৷ কথাও বলে সেক্স ডল৷ যৌনক্রিয়ার সময় সেক্স ডলের সে সব কথা, যৌনসুখকে আবার পৌঁছে যায় অন্য সীমায়৷

উন্নত দেশে সেক্স টয় আর ডলের বিচরণে কার্যত বদলে গিয়েছে সেখানকার যৌনযাপনও৷ তবে, পিছিয়ে নেই কলকাতাও৷ এ দেশের বিভিন্ন শহরের সঙ্গে পাল্লা দিয়ে কার্যত চুপি চুপি এগিয়ে চলেছে কল্লোলিনী এই তিলোত্তমাও৷ যে কারণে, বিভিন্ন ধরনের সেক্স টয়ের পাশাপাশি, সেক্স ডলের যৌনসুখেও এখন মজে উঠেছে এ শহরও৷

সে সুখ নিচ্ছেন আবার পুরুষদের পাশাপাশি বঙ্গললনারাও৷যদিও, শরীরচর্চার জন্য ব্যবহৃত নানা ধরনের সাজ-সরঞ্জামের দোকান থেকে, একা কোনও মহিলা এখনও পর্যন্ত কোনও সেক্স টয় কিনেছেন কি না, তা মনে করতে পারছেন না দোকানিরা৷তবে তাঁদের পুরুষ সঙ্গীর সঙ্গে গিয়ে যে মহিলারা সেক্স টয় কিনছেন, সেই অভিজ্ঞতাও আবার হামেশায় ঘটছে দোকানিদের৷তবে, মহিলা-পুরুষ নির্বিশেষেই কিন্তু ইন্টারনেটে খোঁজ নিয়ে, তার পর সংশ্লিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে বিভিন্ন ধরনের সেক্স টয় কিনছেন৷ কাজেই, সেক্ষেত্রে কোনও পুরুষ সঙ্গীর সহায়তা নিতে হচ্ছে না সেক্স টয়ের কোনও মহিলা ক্রেতাকে৷

একই ভাবে, ওই ইন্টারনেটের মাধ্যমেই সেক্স ডল বিকোচ্ছে এই শহরে৷পুরুষরা তো রয়েইছেন৷ ইন্টারনেটের সহায়তায় নির্দ্বিধায় ফোনে যোগাযোগ করে সেক্স ডল কিনছেন মহিলারাও৷এ শহরের এক সেক্স ডল বিক্রেতার কথায়, ‘বছর দশেক আগে থেকেই সেক্স ডল বিক্রি হচ্ছে কলকাতায়৷মহিলা-পুরুষ সকলেই কিনছেন৷’ একই সঙ্গে ওই বিক্রেতা বলেন, ‘ক্রেতার গোপনীয়তাও আমরা রক্ষা করে চলি৷ যে কারণে, কোনও ক্রেতার ব্যক্তিগত বিষয়ে আমাদের বিন্দুমাত্র কৌতূহল নেই৷ ফোনে যোগাযোগ করে অর্ডার দেওয়ার পর যেখানে সেক্স ডল পৌঁছে দেওয়ার কথা হয়, সেখানেই আমরা সরবরাহ করি৷ এর বাইরে কোনও ক্রেতার কাছ থেকে অন্য কোনও তথ্য আমরা নিই না৷’

এ দেশের বিভিন্ন শহরেই চাহিদা রয়েছে সেক্স ডলের৷পিছিয়ে নেই কলকাতাও৷ বরং, সেক্স ডলের চাহিদা বাড়ছে কলকাতায়ও৷ এখানেও বিভিন্ন ধরনের এবং মানের সেক্স ডল বিক্রি হচ্ছে৷তবে, সেক্স ডল কার্যত চুপি চুপি বিক্রি হলেও, বিক্রির ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনও আড়ালও নেই৷ কারণ, ইন্টারনেটেই মিলে যাবে সেক্স ডলের খোঁজ৷

সেখানেই যাচাই করে নেওয়া যেতে পারে, কোন ধরনের সেক্স ডলের প্রয়োজন রয়েছে৷ফুট দেড়েকের থেকে শুরু করে সাড়ে পাঁচ ফুট উচ্চতারও সেক্স ডল মিলবে৷ মেল এবং ফিমেল, মিলবে দুই ধরনেরই সেক্স ডল৷ তা ছাড়া, সেক্স ডলের জন্য এমনভাবে মোড়কের ব্যবস্থা রয়েছে, তাতে প্রয়োজন অনুযায়ী যে কোনও স্থানে বহন করে নিয়ে যেতেও কোনও সমস্যায় পড়তে হয় না৷ওজনও কম৷ আবার, প্রমাণ সাইজের সেক্স ডলের চেহারা অবিকল মানুষের মতোই৷

সেক্স ডলের অধিকাংশই আসে মালয়েশিয়া থেকে৷ তবে, সেক্স ডলের সঙ্গে কিন্তু কোনও পোশাক থাকে না৷ কাজেই, ওই পোশাক পৃথকভাবে কিনতে হয় সেক্স ডলের ক্রেতাকে৷ কলকাতার অন্য এক সেক্স ডল বিক্রেতা বলেন, ‘সেক্স ডল কেনার পর, যৌনসঙ্গী হিসেবে ওই ডলকে কোন ধরনের পোশাকে দেখতে চাইবেন কোনও ক্রেতা, তা তিনি নিজেই ঠিক করে নিতে পারেন৷’

সেক্স ডল কেনার জন্য যে সব ওয়েবসাইট রয়েছে, সেখানেই মিলে যাবে কোনও সেক্স ডলের বিষয়ে যাবতীয় তথ্য৷ যে কারণে, যৌনসুখের জন্য সঙ্গী হিসেবে কোনও সেক্স ডলকে বেছে নেওয়ার আগে, তার শারীরিক গঠনও জেনে নিতে পারেন কোনও ক্রেতা৷ ওই সেক্স ডল বিক্রেতার কথায়, ‘যৌনক্রিয়ার জন্য সঙ্গীর শরীরের কোন অংশের গঠন কেমন, সে সব তথ্য থাকায় সেক্স ডল পছন্দ করতে ক্রেতাদেরও অনেক সুবিধা হয়৷ যে জন্য কোনও সেক্স ডলের মডেল নম্বর বলে দিলেই হয়৷’

কথা বলে, এমন সেক্স ডলও বিক্রি হচ্ছে কলকাতায়৷এ শহরের অন্য আর এক সেক্স ডল বিক্রেতার কথায়, ‘বিদেশিদের মতো দেখতে হয়, এমন ধরনের সেক্স ডলের বেশি চাহিদা রয়েছে কলকাতায়৷ তবে, সব থেকে বেশি চাহিদা রয়েছে চিনের মহিলাদের মতো দেখতে সেক্স ডলের৷’ একই সঙ্গে তিনি বলেন, ‘ভালো মানের কোনও সেক্স ডলের যৌনাঙ্গগুলিও সম্পূর্ণ সিলিকন দিয়ে তৈরি হয়৷ তার জন্য কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ারও সম্ভাবনা থাকে না৷ তার উপর, সেক্স ডলে এমন ধরনের ব্যবস্থা রয়েছে, তাতে যৌনক্রিয়ার পর মনেই হবে না, যে সঙ্গী হিসেবে ছিল আসলে একজন সেক্স ডল৷’

অনেক কাল আগে থেকেই, বিভিন্ন কারণে-বিভিন্ন সময়-বিভিন্ন বিষয়ে সাবালিকা হয়ে চলেছে কল্লোলিনী এই তিলোত্তমা৷ এ শহর সাবালিকা হয়ে চলেছে যৌনতায়ও৷এ বার, চিনা সেক্স ডলের হাত ধরে যৌনসুখে মজে, সাবালিকা হচ্ছে এই মহানগরীও৷